নুপুর পাল, সনাতন টিভি, ঢাকা।
পুরান ঢাকা শাখারী বাজার ঢাকার সবচেয়ে পুরাতন এলাকাগুলোর মধ্যে একটি। যেখানে যুগযুগ ধরে শাখারীরা বসবাস করছেন। সনাতন ধমাবলম্বীদের প্রতিটা উৎসবে শাখারি বাজার রঙ্গিন সাজে সেজে উঠে । এর ধারাবাহিকতায় এখন চলছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গনেশ পুজা। গনেশপুজাকে কেন্দ্র করে সকাল থেকেই শাখারী বাজার ছিল অনেক জমজমাট। একদিকে গনেশ পুজা , অন্যদিকে নতুন বছরের হালখাতা উৎসব পালন করছে দোকানীরা। পহেলা বৈশাখের আগের দিন পালন করা হল চৈত্র সংক্রান্তি এবং অনুষ্ঠিত হল চরক পুজা। পুজা যদিও একদিন কিন্তু এখানে উৎসব থাকবে ৩-৪ দিন। পুরো এলাকাজুড়ে প্রায় ৭ থেকে ১০ টি পুজা মণ্ডপ ঘুরে দেখেছি। এই দিন সকালে এলাকার মা, বোন, দাদা-দিদি পুজার জোগাড় নিয়ে ব্যস্ত থাকেন। গনেশ পুজা ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে রঙ-বেরঙয়ের ঘুড়ি , ফুল, বেলপাতা, কলাপাতা ও নতুন বছরের পঞ্জিকার পসরা সাজিয়ে বসেন পুরান ঢাকার ব্যবসায়ীরা।