চট্টগ্রাম মেডিকেল স্টাফ কোয়ার্টার আনন্দময়ী কালীমায়ের মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামা পূজা ও দীপাবলি উৎসব। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্পটে ও বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা। হিন্দু শাস্ত্রে মা কালী কে বিপদনাশিনী হিসেবে গণ্য করা হয়ে থাকে ।
বিভিন্ন অমঙ্গলের হাত থেকে মা কালী তাদের রক্ষা করে থাকেন। শনিবার সন্ধ্যায় বিভিন্ন পূজা মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। শহরে প্রায় শতাধিক মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া দীপাবলি উৎসব উপলক্ষে বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠান মনোরম আলোকসজ্জা করা হয়। তবে করণা মহামারীর কারণে চট্টগ্রাম আনন্দময়ী কালী মন্দিরে মাক্স পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের মন্দিরে প্রবেশে অনুমতি মিলেছে।
দীপাবলি ও কালী পূজা উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মন্দিরেতে পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হবে বলে কমিটি সূত্রে জানা গেছে। পবিত্র দীপাবলিও শ্যামা পূজা উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা শুরু হয়। এতে মহামারী করোনা থেকে পরিত্রান পাবার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়।