আনোয়ারা সর্দার পাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে শিবচতুর্দশী পূজা উদযাপন হয়েছে, গত ৮ ও ৯ ই মার্চ মহা শিবচতুর্দশী পূজা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠান মালার আয়োজন করে মন্দির কমিটি।
অনুষ্ঠান সূচির মধ্যে ছিল- মঙ্গল শোভাযাত্রা, মহা শিবচতুর্দশী পূজা, গীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ, পুরুষ্কার বিতরন,
আলোচনা সভা, প্রসাদ বিতরণ, ও ধর্মীয় নাটক- ভগবানের মহিমা।
উক্ত অনুষ্ঠানে মন্দির কমিটির সাধারণ সম্পাদক রানা দাশের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক টিটু দাশ এর সঞ্চলনায় মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন- বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক কেন্দ্রীয় সাংসদের নির্বাহী সদস্য – পরিমল দত্ত,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল
মর্ডান ল্যাব ও আশার আলো সমবায় সমিতির ম্যানেজার- নয়ন নাথ, সংবর্ধিত অতিথি ছিল- মানবাধিকার কর্মী -সুপন সিকদার, বিশেষ অতিথি – মন্দির কমিটির উপদেষ্টা – রাহুল দাশ ( সমর)
আনোয়ারা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি – রুপন দত্ত
বিশেষ অতিথি – মৃদুল দাশ, আনন্দ দাশ, -বিপ্লব দাশ,
জিকু সর্দার, হরিপদ দাশ ( সাজু) রুপন সেন, মানিক দাশ,পলাশ দাশ, অডিট দত্ত, রুবেল সর্দার, রাজু সর্দার, পিকলু সর্দার, দুলাল বাবু,টিংকু শীল, বাদল শীল, রিংকু শীল, শিবু শীল, তিলোত্তমা দাশ, লিটন দে, ও সার্বিক সহযোগিতা ছিল টিম রুদ্র গ্যারেজ। অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ ও গুনীজনের মাঝে সন্মাননা দেওয়া হয়।
শেষে মহাপ্রসাদ বিতরণ ও রাতে সভাপতি রুবেল দাশের রচনা ও উমা পালের পরিচালনায় ধর্মীয় নাটক “ভগবানের মহিমা” মঞ্চায়িত হয়।
উক্ত অনুষ্ঠানে মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ লোকনাথ মন্দির নির্মাণের জন্য সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।