সনজিত কুমার শীল।
সংযুক্ত আরব আমিরাত জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা আহব্বায়ক কমিটির উদ্যোগে গত ৮ই মে ২০২৪ আরবের মরুভূমিতে বিশাল আবুধাবি হিন্দু মন্দির BAPS উদ্বোধনের পরে হলরুমে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আহ্বায়ক কমিটির উদ্যোগে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম চন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রদীপ ভট্টাচার্যের সভাপতিতে উজ্জ্বল দাশের সঞ্চালনায় প্রধান অতিথির আসনে মূল্যায়িত হন প্রবীর কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন জগদীশ্বরানন্দ পুরী ঋষি বাবু। আলোকিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রসেনজিৎ কুমার শীল। অনুষ্ঠানে পৌরহিত্য করেন দেবাশীষ ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলক চৌধুরী, সাংবাদিক সনজিত কুমার শীল, সুবোধ চৌধুরী শিবু, ধর্মীয় আলোচক দিপু কুসুম দাশ, বিপ্লব দাশ জয়, অপু চন্দ্র দাশ, তিলক তালুকদার, প্রিয় লাল দাশ, পরিমল দাশ পার্থ,দীপক দাশ, তপন শীল, বিকাশ শর্মা, বাসুদেব শর্মা, সঞ্জয় শীল, শচীন শীল, বিধান শীল, কমল নমঃ,
দোলন রায়, রঞ্জন দাশ, লিটন সুশীল, সমীর শীল বিশ্বজিৎ শীল, পলাশ শর্মা, বিজন শীল, নয়ন রায়, মিঠুন দাশ, দ্বিজেন বৈদ্য, বিপ্লব বৈদ্য সহ আরো অনেকে। অনুষ্ঠানে ভগবান রামচন্দ্র দেবের পূজা, পুষ্পাঞ্জলি,গীতা পাঠ, ধর্মীয় গান ও নিত্য পরিবেশন, মহাপ্রসাদ বিতরণ সহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে পাঁচ শতাধিক ভক্তগণ উপস্থিত ছিলেন। বিশ্বশান্তি কামনায় পূর্ণাহতি কীর্তন পরিবেশন করেন পরিতোষ দে সজল দে এর নেতৃত্বে সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান সমাপ্তি হয়।