শনিবার, ২১ জুন ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কবিগুরুর স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে হামলা রাউজানে সনাতনীদের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা রাউজানে রথযাত্রা উদযাপন উপকমিটি গঠন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত সনাতনী ধর্মাবলম্বীরা ‘বিএনপি ক্ষমতায় এলে নিরাপদ থাকবে। বরিশালে প্রতিমা ভেঙে পালানোর সময় যুবক আটক সিলেট এর মৌলভীবাজারে লোকনাথ সেবাশ্রমে শিব মন্দিরের শুভ উদ্বোধন সিলেটে নাবালিকা হিন্দু কিশোরিকে অ/পহরণ করে ১৩ দিন আটকে রেখে ধ* র্ষ* ণ,গ্রেফতার -১ তরুনদের নিয়ে মৌলভীবাজার রাম নবমী উদযাপন পরিষদ এর ২০২৫-২৬ খ্রি.এর ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সীতাকুণ্ডে গভীর রাতে মন্দির ও প্রতিমা ভেঙে জায়গা দখল স্বামী বুলবুলানন্দ মহারাজের পরলোকগমন: বোয়ালখালীর মেধস মুনির আশ্রমে শোকের ছায়া

আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘ মন্দিরে সংবর্ধনা

Spread the love

আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘ মন্দিরে সংবর্ধনা:-

সনজিত কুমার শীল।

বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম তুলসী ধামের মহন্ত মহারাজ দেবদীপ মিত্র চৌধুরী ও স্বনামধন্য গীতা সুধাকর শ্রী প্রদর্শন দেবনাথ আমিরাত আগমন উপলক্ষে আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘে সনাতনীদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২১শে জুন শুক্রবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে মরুতীর্থের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী (ঋষিবাবু) সভাপতিত্বে এক ধর্মীয় আলোচনা এবং গীতা পাঠের আয়োজন করা হয়। শিমুল শীল ও সুব্রত দাসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত শ্যাম ধর, সুনিল শীল, মিন্টু মল্লিক, সুজন শর্মা, সাংবাদিক সনজিত কুমার শীল, প্রদীপ শীল, প্রকাশ রায় হিমেল,অঞ্জন দে, প্রদীপ দত্ত, বিকাশ নাথ, সজল চৌধুরী, সুদর্শন দাশ সহ আরো অনেকে। এতে আরো ছিলেন আল আইন লোকনাথ সেবাশ্রম, মারখানিয়া গীতা সংঘ, আল আইন লোকনাথ মন্দির, মোছাফ্ফা সনাতনী গীতা সংঘ, আল আইন সৎসঙ্গ মন্দিরের ভক্তবৃন্দ সহ উপস্থিত ছিলেন। বক্তব্যে অতিথিরা বলেন গীতাই একমাত্র মুক্তি। যারা সৎ চিন্তা করেন মানুষের মঙ্গল কামনা করেন এবং বিশ্ববাসীর শান্তি কামনা করেন তারাই পূন্য ফল লাভ করবে। অনুষ্ঠানে গীতা সুধাকর প্রদর্শন দেবনাথ এর গীতা পাঠের মধ্য দিয়ে শান্তির বাণী পাঠ করা হয়।



আমাদের ফেসবুক পেইজ