আসামপ্রতিনিধিঃসুজন চক্রবর্তীঃ আজ শুক্রবার আসামের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে আসাম রাজ্যপাল অধ্যাপক শ্রী জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা, ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রীরামনাথ কোবিন্দ ও ফাস্ট লেডি শ্রীমতি সবিতা কোবিন্দকে আসামরাজ্যে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতি বীর লাচিত বড়ফুকনের ৪০০ তম জন্মবার্ষিকী উদযাপন ও বিভিন্ন কর্মসূচির উদ্বোধনে অংশগ্রহন করবেন।
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আজ তিনদিনের সফরে আসামে পর্দাপন করেন। আসামের সংস্কৃতির প্রদর্শনীর মাধ্যমে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতিকে। আসামের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতি খুবই আনন্দিত হন। আসামরাজ্যে উপস্থিত হয়েই রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ও দেশের ফাস্ট লেডি শ্রীমতি সবিতা কোবিন্দ পবিত্র শক্তিপীঠ শ্রীশ্রী মা কামাখ্যা দেবীর শ্রীমন্দির পরিদর্শন করেন এবং আশীর্বাদ গ্রহন করেন।
অনুষ্ঠান শুরু করার আগে রাষ্ট্রপতি মায়ের চরণে দেশবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। মন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতির সঙ্গে আসাম মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যপাল অধ্যাপক শ্রী জগদীশ মুখী, মন্ত্রী শ্রী চন্দ্রমোহন পাটোয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।