মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার রাউজানে লোকনাথ আশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন রামনাথ পাড়া লোকনাথ সেবাশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানামযজ্ঞ অনুষ্ঠিত সনাতনীদের জমি হাতিয়ে নিতে তৎপর প্রতারক চক্র,পটিয়ায় ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিব চতুর্দশী উপলক্ষে রাঙামাটির আসামবস্তি শিব মন্দিরে ৩ দিন ব্যাপী উৎসবের আয়োজন রাঙামাটি শংকর মিশনের বিশ্বশান্তি গীতাযজ্ঞ, গীতা প্রতিযোগিতা ও সনাতন ধর্ম সম্মেলন সম্পন্ন উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা

উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

Spread the love

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে উত্তর গুজরাস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও শ্রীশ্রী জ্বালামুখী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়। উক্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অধিবেশন, পবিত্র গঙ্গা পূজা, পাল্টা কীর্তন , নগরকীর্তন, অন্নপ্রসাদ বিতরণ ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।

মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এছাড়া পবিত্র গঙ্গা পূজায় উপস্থিত ভক্তরা পূজারী ও পুরোহিতদের সঙ্গে মন্ত্রোচ্চারণ করে গঙ্গার অর্ঘ্য প্রদান করেন। উৎসবের কেন্দ্রবিন্দু ছিল অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী শুভ তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, যা ১৫ ফেব্রুয়ারি ব্রহ্মমুর্হুত থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি ব্রহ্মমুর্হুতে সমাপ্ত হয়। ভক্তবৃন্দ গভীর ভক্তি এবং অনুরাগ নিয়ে উজ্জ্বল পরিবেশে এই সংকীর্তনে অংশগ্রহণ করেন। এসময় উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা আশীষ চক্রবর্তী, সাতকড়ি সেন, শিবু বিশ্বাস, দীপক সেন, সাবেক ইউপি সদস্য বাবুল সেন, মতিলাল দাশ উপস্থিত ছিলেন।

উৎসব কমিটির সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন, সমন্বয়ক চন্দন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুপম পালিত, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি যীশু সেন, অর্থ সম্পাদক সঞ্জয় সেন, জিতুল চক্রবর্তী, উজ্জ্বল দত্ত বাসু, রাজন সেন, প্রকৌশলী সুমন সেন, তাপস সেন, রিটু চক্রবর্তী প্রমুখ ব্যক্তিবর্গ উৎসব পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

লায়ন কৈলাশ বিহারী সেন বলেন ‘এই উৎসব আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং সামাজিক ঐক্যের এক শক্তিশালী প্রকাশ। মায়ের আশীর্বাদে সমাজে শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়। ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে আমরা শুদ্ধ জীবন ধারণ করতে পারি এবং মানবিক মূল্যবোধে উন্নতি ঘটাতে পারি’।

গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন বলেন ‘বার্ষিক জ্বালামুখী মায়ের মহোৎসব আমাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক মূল্যবোধের শক্তি। মায়ের পূজা আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল নিয়ে আসে। ধর্মের প্রেরণা, সঠিক পথের অনুসরণ এবং মানবিকতা বজায় রাখার গুরুত্ব। এই আধ্যাত্মিক পরিবেশ আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে’।

১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শুভ গন্ধাধিবাসের অনুষ্ঠানটি অত্যন্ত রঙিন এবং ধর্মীয় আবেগে পূর্ণ ছিল। এদিন পৌরোহিত্য করেন চুনতী লোহাগাড়ার বৈষ্ণব প্রবর ধনঞ্জয় গোস্বামী। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন আশালতা কলেজের অধ্যাপক রাজীব বিশ্বাস, এসময় উপস্থিত ভক্ত-অনুরাগীরা গভীর আধ্যাত্মিক অনুভূতিতে মগ্ন হন। দুপুর ১২টায় পাল্টা কীর্তন পরিবেশন করেন দীলিপ সরকার ও ঝুলন আচার্য। অনুষ্ঠানে দূরদূরান্ত হতে আগত হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

 

১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মহানামযজ্ঞে বিভিন্ন সম্প্রদায় নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন। বিশেষত চট্টগ্রামের জগন্নাথ সম্প্রদায়, খুলনার প্রভু দয়াল কৃষ্ণ সম্প্রদায়, খুলনার লোকনাথ সম্প্রদায় ও কুমিল্লার নব দেব বাণী সম্প্রদায়ের ভক্তরা সম্মিলিতভাবে মহানাম সংকীর্তন পরিবেশনের মাধ্যমে কৃষ্ণ নামে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গণ।

উল্লেখযোগ্য যে, উক্ত মহোৎসবে বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন, যা মন্দির চত্বরকে এক মহামিলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহ্যিক এই মহোৎসব রাউজানের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।



আমাদের ফেসবুক পেইজ