ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক ও ধর্মীয় অনুভূতি মূলক পোস্ট না করার শর্তে জামিন পেয়েছেন।
রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ রোববার তার জামিন মঞ্জুর করেন বিচারপতি মো: সেলিম ও বিচারপতি মো. আদালতে ঝুমনের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল। তিনি বলেন, ঝুমন দাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট শেয়ার করার অভিযোগে ৩০ আগস্ট সকালে ঝুমন দাসকে হেফাজতে নেয় শাল্লা থানা পুলিশ।
প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন মন্দিরের গেটে ঝোলানো মসজিদের দানবাক্সের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
দেশটিতে বেড়াতে আসা এক ব্যক্তি ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেই ছবি শেয়ার করায় ঝুমন দাসকে গ্রেপ্তার করা হয়।