বিশ্বজিৎ মজুমদার, যশোর প্রতিনিধি: সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে নবাগত অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ ও নবনির্বাচিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লাকে ফুলেল শুভেচ্ছা জানায় সনাতন বিদ্যার্থী সংসদ। এসময় উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের সমন্বয়ক বিশ্বজিৎ মজুমদার।
এমএম কলেজ শাখার সভাপতি সত্যজিৎ মজুমদার, সহ-সভাপতি জয়শ্রী মন্ডল, মাধুরী চক্রবর্তী, সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী গোলদার, তনুশ্রী সিংহ, সাংগঠনিক সম্পাদক কল্যান বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজীব ঘোষ, দীপ্ত সিংহ, শুভ মন্ডলসহ বিদ্যার্থীবৃন্দ।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ অধ্যক্ষ মহোদয়ের সাথে মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মান ও কলেজের সার্বিক বিষয়ে আলোচনা করেন।