বিশেষ প্রতিনিধিঃসাতকানিয়া উপজেলার বারদোনা শীল পাড়া হলো বাংলাদেশের বৃহৎ হিন্দু অধ্যুষিত এলাকার এক টুকরো দরিদ্র হিন্দু এলাকা। যেখানকার মানুষ দিনে এনে দিনে খেয়ে দিনাতিপাত করে। মৃত দুলাল শীলের স্ত্রী রাদু শীল ঐ এলাকার একজন হতদরিদ্র বাসিন্দা। মেয়ের বিয়ে উপলক্ষে তার মাথার উপর বিশাল চিন্তা। তাই এ দ্বার থেকে ও দ্বারে ছুটছেন সাহায্যের আশায়,কন্যাদায় থেকে মুক্ত হতে।
সৎ সংঘ যুব ক্লাব খবর পেয়ে পাশে দাঁড়ালো ঐ বিধবা রাদু শীলের পাশে। কন্যাদায় থেকে মুক্ত করতে গত ১৬ সেপ্টেম্বর শ্রী শ্রী রক্ষাকালী মন্দির,মঙ্গলনগর প্রাঙ্গণে বিকাল ৪ ঘটিকায় তাঁর হাতে তুলে দেন নগদ অর্থ।
এসময় রাদু শীল জানান,”সৎ সংঘ যুব ক্লাব মানবতার জন্য কাজ করে শুনেই ছুটে আসা ও সকলের জন্য তিনি আশীর্বাদ কামনা করেন ভগবানের কাছে।”
এসময় ক্লাবের সভাপতি শিবু ধর, সেক্রেটারি বাবলু কান্তি হাজারী,অর্থ সম্পাদক বিলাস চক্রবর্ত্তী,সহ সভাপতি সমীর দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।