সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে পার্থসারথী বৈদিক বিদ্যাপীঠের উদ্বোধন, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা বাগীশিক বোয়ালখালী পৌরসভা সংসদ এর শ্রীমদ্ভগবদ্ গীতা বার্ষিক মূল্যায়ন চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ নাচে গানে বরণ করে নিল বাংলা নববর্ষকে সমাজ গঠনে বইয়ের শক্তি উদযাপিত হলো আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী সীতাকুণ্ডে জ্যোগীশিস এর নতুন স্কুল উদ্বোধন রাম নবমীতে আর্য কল্যাণ ফাউন্ডেশন আত্মপ্রকাশ রাঙ্গামাটিতে চলছে শ্রী রাম নবমীর ৩ দিনব্যাপী উদযাপন বোয়ালখালীর কদুরখীল কমল মহাজন বাড়ির নতুন মন্দিরের ২ দিনব্যাপী অভিষেক আয়োজন, পুষ্পযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটির আসামবস্তি শীতলা মন্দিরে মায়ের পূজা ও উৎসব আগামীকাল ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার

কলকাতাস্হ চট্টগ্রাম পরিষদের ৬৫তম সম্মেলন ও মিলনমেলা

Spread the love

তরুণ বিশ্বাস,সিনিয়র রিপোর্টার 

৭ এপ্রিল রবিবার সকাল ১০টা জাতীয় ও পরিষদের ফুল্লেল পতাকা উত্তোলন ১০.৩০টা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যেদিয়ে কলকাতাস্হ চট্টগ্রাম পরিষদ,কেন্দ্রীয় কমিটির ৬৫তম বার্ষিক এই মহতী সম্মেলন ও মিলনমেলায় মণীষী,দেশনেতা,দেশের মুক্তি সংগ্রামের শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞলী জাপন কলকাতার বিজয়গর(নিরঞ্জন সদন মজ্ঞে)

স্বপন রায় বিশ্বাসের সভাপতিত্বে ও প্রদীপ কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলনের মূখ্য আহ্বায়ক সুনীল কান্তি সরকার,কার্যকরী সভাপতি পীযুষ কান্তি সেন,সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী,বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার মঠাধ্যক্ষ ড.রতনশ্রী ভিক্ষু,ডাক্তার সঞ্জয় সেনগুপ্ত,প্রোডিউসার শীলা দত্ত,কবিতাপাঠ আসরে-অনিমা সরকার,সীমা দত্ত,অলোক চক্রবর্তী,অনুরাধা চক্রবর্তী,রাধেশ্যাম সর্দার,অনুরাধা হালদার,মহান ভট্টাচার্য,নন্দন দত্তগুপ্ত,সোমা নায়েক,প্রয়াস হালদার,নৃত্য-পাপিয়া মিত্র,

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনায়-অনিমা সরকার,রাজদ্বীপ্তি মিত্র,রীতা,লিটু,সবিতা সাহা,সাংবাদিক সুমন বেপারী,শর্মিলা দেব মন্ডল,পপী খাস্তগীর,চম্পা ভৌমিক,মৃদুলা,দেব,চৈতালি,বেবী,পাপিয়া,পার্থ চৌধুরী,নমিতা চৌধুরী,বিউটি দাশ,জলি ঘোষ,নারায়ণ মজুমদার,তপন মিত্র,পাপিয়া মিত্র,সোমা নায়েক,অরুণ ভট্টাচার্য,অঙ্কিতা দত্ত,সুচন্দা চৌধুরী,এডভোকেট অর্পণ ভট্টাচার্য,সাংবাদিক তরুণ বিশ্বাস,রিনা বিশ্বাস,স্বাথী ভৌমিক,দেবাশীষ সেন,তানি সেনগুপ্ত সহ অন্যান্যরা।



আমাদের ফেসবুক পেইজ