সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র  পুলিশ কমিশনার’র  সাথে  সাক্ষাৎ করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ’র প্রতিনিধি দল সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ! সাহিত্যের আলোকে ১৫তম বার্ষিক অনুষ্ঠান পুরান ঢাকায় হরিজনদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ রাজধানী মতিঝিলে ২০০ কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং ঐ জায়গায় তৈরি করা হবে মন্দির ভিন্নধর্মে বিয়ে,বোন সোনাক্ষীকে পরিবার থেকে ছেঁটে ফেললেন ভাই লব! রথ শোভাযাত্রা’র উদ্বোধনী আলোচনা সভা-২০২৪ সনাতন ৯২ বন্ধু পরিবার “ঢাকা বিভাগীয় কমিটি ঘোষনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের বিভিন্ন স্থানে রথযাত্রা উদযাপিত কৃষ্ণকলি ইমু গ্রুপ কতৃক বাৎসরিক “গীতাপাঠ, ভজনগীত ও বেদ মন্ত্র পাঠ প্রতিযোগিতা ২০২৪” শুভ উদ্বোধন

কাটলিছড়ায় অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব, ১৪ তম শ্রীবিগ্রহ ও শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

Spread the love

 

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মেনে চলার আহবান জানিয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি ) রাতে উৎসবমুখর পরিবেশে আসামরাজ‍্যের হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় শেষ হল শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব, ১৪ তম শ্রীবিগ্রহ ও শ্রীমন্দির বার্ষিকী উৎসব। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা, সহস্রাধিক ধর্মপ্রাণ পুরুষ মহিলার উপস্থিতিতে বিশাল ধর্মসভা, মহাপ্রসাদ বিতরণ, আতসবাজি, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো উৎসব নগরীতে পরিণত হয় কাটলিছড়া সৎসঙ্গ বিহার এলাকা। মঙ্গলবার (২৩ জানুয়ারি ) বিকেলে কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রমেশরঞ্জন পাল (এসপিআর) এর পৌরোহিত‍্যে আয়োজিত ধর্মসভায় উত্তর পূর্ব ভারতে বিভিন্ন স্থানের পাঞ্জাধারি কর্মীরা অংশ নিয়ে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের দিব‍্য জীবন, বাণী, দীক্ষাপত্র কর্মসূচি এবং উপযোজনা কেন্দ্র নিয়ে আলোচনা করেন।

সভায় ডাঃ সুব্রত দে (এসপিআর), বিশ্বজিৎ দে ( এসপিআর, শিলং), মানস রায় (এসপিআর, ইম্পল), ডঃ সুজিত বিশ্বাস, রাজ পাল, ডঃ দেবজিৎ দে ( কাটলিছড়া এসকে রায় কলেজের অধ‍্যাপক), সুম্মিতা দেব প্রমূখ। তাদের বক্তব্যে শ্রীশ্রীঠাকুরের আদর্শ মেনে চলতে গুরু ভাইবোনদের প্রতি আহবান জানান। বলেন, ঠাকুরের বিধান মেনে চললে একদিন সুফল পাবেন। কেন না, যারা ঠাকুরের নীতি নিয়ম সঠিকভাবে পালন করেছেন তাঁরা নিজের জীবনে অনেক সাফল্য পেয়েছেন। তার জন‍্য দেশ সহ বিশ্বজুড়ে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিতরা রয়েছেন। এদিনের ধর্মসভায় সভাপতি প্রমেশরঞ্জন পাল তাঁর বক্তব‍্যে ২দিন ব‍্যাপী ঠাসা অনুষ্ঠান সফল করার জন‍্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।



আমাদের ফেসবুক পেইজ