সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা আহলা দূর্গাবাড়ি ও লোকনাথ আশ্রমে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব শুরু বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ রাঙামাটির মন্ডপে মন্ডপে চলছে বিদ্যাদেবীর আরাধনা সিইপিজেড কৃষ্ণ মন্দিরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আগামীকাল রাউজানে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মৌলভীবাজারে শত কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত গোপালগঞ্জে ২ মন্দিরে প্রতিমা-পূজার সরঞ্জাম সহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কাটলিছড়ায় অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব, ১৪ তম শ্রীবিগ্রহ ও শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

Spread the love

 

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মেনে চলার আহবান জানিয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি ) রাতে উৎসবমুখর পরিবেশে আসামরাজ‍্যের হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় শেষ হল শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব, ১৪ তম শ্রীবিগ্রহ ও শ্রীমন্দির বার্ষিকী উৎসব। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা, সহস্রাধিক ধর্মপ্রাণ পুরুষ মহিলার উপস্থিতিতে বিশাল ধর্মসভা, মহাপ্রসাদ বিতরণ, আতসবাজি, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো উৎসব নগরীতে পরিণত হয় কাটলিছড়া সৎসঙ্গ বিহার এলাকা। মঙ্গলবার (২৩ জানুয়ারি ) বিকেলে কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রমেশরঞ্জন পাল (এসপিআর) এর পৌরোহিত‍্যে আয়োজিত ধর্মসভায় উত্তর পূর্ব ভারতে বিভিন্ন স্থানের পাঞ্জাধারি কর্মীরা অংশ নিয়ে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের দিব‍্য জীবন, বাণী, দীক্ষাপত্র কর্মসূচি এবং উপযোজনা কেন্দ্র নিয়ে আলোচনা করেন।

সভায় ডাঃ সুব্রত দে (এসপিআর), বিশ্বজিৎ দে ( এসপিআর, শিলং), মানস রায় (এসপিআর, ইম্পল), ডঃ সুজিত বিশ্বাস, রাজ পাল, ডঃ দেবজিৎ দে ( কাটলিছড়া এসকে রায় কলেজের অধ‍্যাপক), সুম্মিতা দেব প্রমূখ। তাদের বক্তব্যে শ্রীশ্রীঠাকুরের আদর্শ মেনে চলতে গুরু ভাইবোনদের প্রতি আহবান জানান। বলেন, ঠাকুরের বিধান মেনে চললে একদিন সুফল পাবেন। কেন না, যারা ঠাকুরের নীতি নিয়ম সঠিকভাবে পালন করেছেন তাঁরা নিজের জীবনে অনেক সাফল্য পেয়েছেন। তার জন‍্য দেশ সহ বিশ্বজুড়ে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিতরা রয়েছেন। এদিনের ধর্মসভায় সভাপতি প্রমেশরঞ্জন পাল তাঁর বক্তব‍্যে ২দিন ব‍্যাপী ঠাসা অনুষ্ঠান সফল করার জন‍্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।



আমাদের ফেসবুক পেইজ