দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর গ্রামে রাজ দেবোত্তর এস্টেটের জমিতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
মুসলিমরা বলছেন, মামলা এবং আপসনামা মূলে এই জমির মালিক কান্তনগর গ্রাম জামে মসজিদ।
অপরদিকে রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ দেবোত্তর এস্টেটের নিজস্ব জমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণ বন্ধের জন্য আবেদন করেছেন।