সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় মহাতীর্থ হোসেন পুর ব্রহ্মপুত্র অষ্টমী স্নান শুরু হচ্ছে ১২চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ২৮ মার্চ মঙ্গলবার রাত্রি ৯:১৮ মি. লগ্ন শুরু হয়ে ২৯ মার্চ বুধবার রাত্রি ১০:৪৭ মিনিট পর্যন্ত। দু’দিন ব্যাপী এই অষ্টমী স্নান উৎসব সম্পন্ন করতে ইতিমধ্যেই কিশোরগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
অষ্টমী স্নান ও মেলা উৎসব উপলক্ষে হোসেনপুরে পর্যায়ক্রমে পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ (বিপিএম), হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল জনাব সুজন চন্দ্র সরকার, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান টিটু, বাংলাদেশ পূজাউদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, কিশোরগঞ্জ জেলা পূজাউদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব শ্রী রিপন রায় লিপু,
হোসেনপুর উপজেলা পূজাউদযাপন পরিষদের সভাপতি শ্রী হারাধন দাস , হোসেনপুর উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শ্রী দিলীপ কুমার সরকার, হোসেনপুর উপজেলা পূজাউদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর পৌর পূজাউদযাপন পরিষদের সভাপতি শ্রী নরেশ চন্দ্র মোদক, ও সাধারন সম্পাদক শ্রী সুবল বনিক তাপস প্রমুখ।
আজ ভোরবেলায় দুর্যোগ আবহাওয়া থাকা সত্যেও অষ্টমী স্নান উৎসবে লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। পুণ্যার্থীদের যাতায়াত ও স্নানান্তে পূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠুভাবে স্নান সম্পাদনের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।