কুঁড়েঘর সনাতনী পরিবারের পথ চলা ২০২০ সাল থেকে।
তখন থেকে পরিচালক এর দায়িত্ব পালন করেন জয় দে।তিনি ২ বছর দায়িত্ব পালনের পর ২০২১ সালের শেষের দিকে তিনি বাবলু দে কে দায়িত্ব হস্তান্তর করেন।
পরবর্তী ২০২২ সালের শেষের দিকে জিকু দাশ কে দায়িত্ব দেন বাবলু দে।
আর ২০২৪ সালে বর্তমান পরিচালকের দায়িত্ব দেন বাবু দে কে।
দায়িত্ব দেওয়ার পর পরিচালক জিকু দাশ বলেন “আমরা পদে বিশ্বাসী নয় আমরা কাজে বিশ্বাসী”
আমরা নতুন কিছু করতে চাই,
এর আগে ও ২ জন দায়িত্ব পালন করেন পরবর্তী উনারা আমাকে দায়িত্ব দেওয়ার পর উনারা আগের মতই কাজ করে গেছেন আমি ও উনাদের মতই দায়িত্ব ছাড়া ও একই কাজ করে যাবো
কারণ আমরা পদ নিয়ে নয় সমাজের জন্য ভালো কিছু দিতে চাই নতুন পরিচালক কে এই বলে দায়িত্ব উনাকে বুঝিয়ে দিয়ে উনার ব্যাক্তিগত পক্ষ থেকে ও কুঁড়েঘর সনাতনী পরিবারের পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন নব-নির্বাচিত পরিচালক
Babu Dey মহোদয়❤️