কোলকাতা প্রতিনিধি কুমারগঞ্জে হিন্দু নাবালিকা প্রমীলা বর্মণকে পুড়িয়ে খুন করার ঘটনায় মাহাবুর রহমানকে গ্রেপ্তার করল কুমারগঞ্জ থানার পুলিস। গত পরশুদিন ওই নাবালিকার পোড়া দেহ একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার করেছিল পুলিস। দেহের প্রায় পুরোটাই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঘটনার পরেই তদন্তে নেমে পুলিস মাহাবুর রহমানকে গ্রেপ্তার করলো।জানা গিয়েছে, প্রমিলাকে যে খুন করে দেহকে পুড়িয়ে ফেলার আগে ধর্ষণ করা হয়েছে, এমনটাই অনুমান তদন্তকারীদের। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই তা বোঝা যাবে। কিন্তু স্থানীয়রা এই ঘটনার নৃশংসতা দেখে আঁতকে উঠেছেন। তারা দোষীর ফাঁসির দাবি করেছেন।