বিজয় সরকার– মৌলভীবাজার
গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী,এতে মানব জীবনে চলার পথে সকল প্রকার জ্ঞান বর্ণিত আছে,গীতা জ্ঞান হইলে ব্রহ্মতত্ত্ব জানা যায়, আর ব্রহ্মতত্ত্ব জানিলে স্বভাবতই ভক্তির উদয় হয়। সকল সনাতনীদের মধ্যে সেই মধুময় গীতার শিক্ষা ছড়িয়ে দিতে,
শ্রীকৃষ্ণের সন্ধানে প্রবাসী গ্রুপের ৯ তর্ম ও ১০ তম গীতা স্কুল উদ্বোধন করা হয়। ০১/০৬/২০২৪ইং রোজ শনিবার, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণ বাজার ইউনিয়ন এর ইংগাজিয়া চা বাগানের উপর লাইন, শ্রী শ্রী কালীবাড়িতে, উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতি তো করেন উক্ত গ্রামের মুরুব্বী বাবু মনি গোয়ালা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত কুলাউড়া উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, রাজকুমার কালুয়ার রাজু,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ভাগবত রত্ন বাবু চিত্তরঞ্জন মল্লিক (মহরি), শ্রী মাধব দেব, সহকারী আইনজীবী মৌলভীবাজার জেলা জজ কোট, বাবু পূরণ উড়ং।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীকৃষ্ণের সন্ধানে প্রবাসী গ্রুপের বাংলাদেশ পরিচালক কাজল মল্লিক, সমীরন মল্লিক প্রমুখ
শ্রীকৃষ্ণের সন্ধানে প্রবাসী গ্রুপের বাংলাদেশের পরিচালক, শ্রী সমীরন মল্লিক সনাতন টিভি কে বলেন,
সবাই আমাদের আশীর্বাদ করবেন শ্রীকৃষ্ণের সন্ধানে প্রবাসী গ্রুপের জন্য আমরা যেন এভাবে প্রতিটা গ্রামে গীতা স্কুল প্রদান করতে পারি।। আপনাদের এলাকায় যদি গীতায় স্কুল না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গীতা স্কুল প্রদান করবো