কৃষ্ণকলি ইমু গ্রুপ কতৃক আয়োজিত বাৎসরিক “গীতাপাঠ, ভজনগীত ও বেদ মন্ত্র পাঠ প্রতিযোগিতা ২০২৪” এর শুভ উদ্বোধন আগামী ৪/৬/২০২৪ তারিখে কৃষ্ণকলি ইমু প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাষ্টার রনজিত কুমার শীল। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। লিটন চন্দ্র পাল, বাংলাদেশ শারন্দান্জলী ফোরাম।
শ্রী কৃষ্ণ হালদার, মহাসচিব, সর্ব ভারতীয় হিন্দু বাঙালী সংগঠন,ভারত। ডা: মিথুন দেবনাথ, প্রধান কার্যকর্তা, বাংলাদেশ অগ্নিবীর। অন্জন কুমার দাশ, সিনিয়র সহ সভাপতি, বাগীশিক। সাধন লাল দেবনাথ, কণ্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক।
শ্রী উৎপল রায়, প্রভাষক, কুড়িগ্রাম সরকারি কলেজ, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর পক্ষ হতে কৃতি সংর্বধনা দেওয়া হবে ১০ জন সনাতনী যোদ্ধাকে। যাঁরা দেশের বিভিন্ন প্রান্তে সনাতনের বিকাশ ও অস্তিত্ব ধরে রাখা সহ বিভিন্ন মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।
উক্ত মহতি অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কৃষ্ণকলির পরিচালক বাবু গোপাল মজুমদার রোমেল।