সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা আহলা দূর্গাবাড়ি ও লোকনাথ আশ্রমে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব শুরু বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ রাঙামাটির মন্ডপে মন্ডপে চলছে বিদ্যাদেবীর আরাধনা সিইপিজেড কৃষ্ণ মন্দিরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আগামীকাল রাউজানে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মৌলভীবাজারে শত কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত গোপালগঞ্জে ২ মন্দিরে প্রতিমা-পূজার সরঞ্জাম সহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কৃষ্ণকলি ইমু গ্রুপ কতৃক বাৎসরিক “গীতাপাঠ, ভজনগীত ও বেদ মন্ত্র পাঠ প্রতিযোগিতা ২০২৪” শুভ উদ্বোধন

Spread the love

কৃষ্ণকলি ইমু গ্রুপ কতৃক আয়োজিত বাৎসরিক “গীতাপাঠ, ভজনগীত ও বেদ মন্ত্র পাঠ প্রতিযোগিতা ২০২৪” এর শুভ উদ্বোধন আগামী ৪/৬/২০২৪ তারিখে কৃষ্ণকলি ইমু প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাষ্টার রনজিত কুমার শীল। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। লিটন চন্দ্র পাল, বাংলাদেশ শারন্দান্জলী ফোরাম। 

শ্রী কৃষ্ণ হালদার, মহাসচিব, সর্ব ভারতীয় হিন্দু বাঙালী সংগঠন,ভারত। ডা: মিথুন দেবনাথ, প্রধান কার্যকর্তা, বাংলাদেশ অগ্নিবীর। অন্জন কুমার দাশ, সিনিয়র সহ সভাপতি, বাগীশিক। সাধন লাল দেবনাথ, কণ্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক। 

শ্রী উৎপল রায়, প্রভাষক, কুড়িগ্রাম সরকারি কলেজ, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর পক্ষ হতে কৃতি সংর্বধনা দেওয়া হবে ১০ জন সনাতনী যোদ্ধাকে। যাঁরা দেশের বিভিন্ন প্রান্তে সনাতনের বিকাশ ও অস্তিত্ব ধরে রাখা সহ বিভিন্ন মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।

উক্ত মহতি অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কৃষ্ণকলির পরিচালক বাবু গোপাল মজুমদার রোমেল।



আমাদের ফেসবুক পেইজ