প্রতিনিধিঃ শ্রী প্রান্ত কুমার বিশ্বাস (ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অন্তগত ৩নং কোলা ইউনিয়নে কোলাবাজার সার্বজনীন পূজা মন্দিরে সনাতনী উন্নয়ন সংঘের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ আবির্ভাব, জন্মাষ্টমী তিথি উপলক্ষে আলোচনা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির কল্যানে বিভিন্ন মাঙ্গলিক ও ধর্মিয় অনুষ্ঠানের মাধ্যমে হাজারও মানুষের উপস্থিতে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আনোয়ারুল আজীম আনার (এমপি) মহোদয় মাননীয় সাংসদ সদস্য -৮৪ ঝিনাইদহ -০৪ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আল আজাদ ( চেয়ারম্যান ) ৩নং কোলা ইউনিয়ন পরিষদ। শ্রীমতি তিথি রাণী ভদ্র (সভাপতি) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখা ঝিনাইদহ। কোলা পুলিশ ক্যাম্প (এসআই) মহোদয় সহ কোলাবাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদক সহ অত্র ইউনিয়ন ও পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক ও বিভিন্ন হরিবাসর কমিটির সদস্যবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার সনাতনী সংগঠন ও গ্রুপের সভাপতি, অ্যাডমিন, প্রতিষ্ঠাতাগণ তার মাঝে অন্য বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সম্মানিত ( কার্যনির্বাহী সদস্য) শ্রী সুকান্ত কুমার বিশ্বাস, শ্রী মানিক ঘোষ ( প্রতিষ্ঠিতা ) সনাতন সেবক সংসদ গ্রুপ,কালীগঞ্জ,ঝিনাইদহ। শ্রী মিতুল কুমার মালাকার, ( সভাপতি ) বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ ঝিনাইদহ জেলা কমিটি, শ্রী আকাশ কুমার দাস ( অ্যাডমিন ) সনাতনী উন্নয়ন সংঘ কালীগঞ্জ উপজেলা ,ঝিনাইদহ।
এছাড়া আরো উপস্থিত ছিলেনঃ সনাতনী উন্নয়ন সংঘ কোলাবাজার, কালীগঞ্জ উপজেলা শাখা,শৈলকূপা উপজেলা শাখা সহ বিভিন্ন স্থান থেকে সনাতনী উন্নয়ন সংঘের সংগঠক সদস্যগণ, সনাতনী উন্নয়ন গুরুকুল এর সকল বিদ্যার্থীগণ ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ ঝিনাইদহ ও বিভিন্ন উপজেলা ইউনিটে সদস্যবৃন্দ । এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ও উক্ত ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে ও বিভিন্ন স্থান থেকে ভক্তদের আগমন ঘটে।
উক্ত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠান কার্যক্রমে স্থানীয় সনাতনীরা মতামত প্রকাশ করেন এমন তৃণমূল পর্যায়ে খুবই কম পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে বা হয় না, এমন সুন্দর আনুষ্ঠানিকতার মাধ্যমে এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে হোক এই কামনা করি আমরা এবং সনাতনী উন্নয়ন সংঘের যারা নেতৃত্ব প্রদানকারী দায়িত্বে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা সামনে দিন আরও ভালো কিছু কাজ করুক, ধর্ম সংস্কৃতিকে নিয়ে এগিয়ে যাক এই কামনা করি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ শ্রী প্রান্ত কুমার বিশ্বাস, এসময় সনাতনী উন্নয়ন সংঘের (প্রতিষ্ঠিতা- সভাপতি) শ্রী প্রান্ত কুমার বিশ্বাস বলেন একদল স্বপ্নবাজ তরুণদের সংগঠন সনাতনী উন্নয়ন সংঘ, আমরা দীর্ঘদিন যাবত ধরে চেষ্টা করে যাচ্ছি যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের গোটা সাম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে চাই ধর্মিয় শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাই সব জায়গা থেকে আমরা কাজ করছি ইতিমধ্যে আমরা ৩নং কোলা ইউনিয়ন ও পার্শ্ববর্তী ইউনিয়ন ও উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিচলনা করছি এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করছি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আমাদের স্বপ্ন অনেক দূর সামনে দিনে আমরা আরো সুন্দরভাবে সফলভাবে এগিয়ে যেতে চাই, এগিয়ে যেতে পারি সেজন্য সকল সনাতনী সম্প্রদায় এবং সকল মানুষের নিকট আশীর্বাদ, প্রার্থনা আশা করছি সকলে আমাদের পাশেই থাকুন সাথেই থাকুন।