শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ‘জগন্নাথ মন্দির ধ্বংসকারী ও নামধারী সেবায়ত’ গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাউজানের সর্ববৃহৎ রথযাত্রা রূপ নিলো ভক্তদের মিলনমেলায় সংখ্যালঘুদের উপর নির্যাতন, ধ”র্ষণ, মন্দির ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন কবিগুরুর স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে হামলা রাউজানে সনাতনীদের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা রাউজানে রথযাত্রা উদযাপন উপকমিটি গঠন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত সনাতনী ধর্মাবলম্বীরা ‘বিএনপি ক্ষমতায় এলে নিরাপদ থাকবে। বরিশালে প্রতিমা ভেঙে পালানোর সময় যুবক আটক সিলেট এর মৌলভীবাজারে লোকনাথ সেবাশ্রমে শিব মন্দিরের শুভ উদ্বোধন

গাহি সাম্যের গান মুক্তমঞ্চের’ সামনে বিশ্ববিদ্যালয় স্থাপিত স্বরসতী প্রতিমা ভাঙচুর

Spread the love

 

প্রকাশ দেব, ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী প্রতিমা ও পূজা মণ্ডপে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মুক্তমঞ্চের’ সামনে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

সাধারণ শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মণ্ডপগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে সরস্বতী প্রতিমার কাপড় ও অলংকারাদি খুলে নিয়ে গেছে। এছাড়া প্রতিমার ভেঙে ফেলেছে।

এব্যাপারে কেন্দ্রীয় পূজা আয়োজন কমিটির সদস্য সচিব তপন কুমার সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহিদুল কবীরের সঙ্গে কথা বলা হয়েছে। প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ,খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নজরুল ইসলাম বলেন, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদেরকে আগে থেকে জানানো হয়নি। এটির দায়িত্বে ছিল বিশ্ববিদ্যালয়ের আনসার বাহিনী। এরকম ন্যাকারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের ফেসবুক পেইজ