প্রকাশ দেব, ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী প্রতিমা ও পূজা মণ্ডপে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মুক্তমঞ্চের’ সামনে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
এব্যাপারে কেন্দ্রীয় পূজা আয়োজন কমিটির সদস্য সচিব তপন কুমার সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহিদুল কবীরের সঙ্গে কথা বলা হয়েছে। প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ,খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদেরকে আগে থেকে জানানো হয়নি। এটির দায়িত্বে ছিল বিশ্ববিদ্যালয়ের আনসার বাহিনী। এরকম ন্যাকারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।