আন্তর্জাতিক ডেস্কঃসুজন চক্রবর্তীঃ কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণে মাতৃহারা হয়েছে সুরের জগৎ। গত রবিবার বিদায় নিয়েছেন ভারতের জীবন্ত সরস্বতী। চোখের জলে ভেসেছে গোটা দেশ। সুর সম্রাজ্ঞীর কালজয়ী সব গান বাজিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জনসাধারণ। এর মাঝে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার এক লতা মঙ্গেশকরের ভক্ত যা করলেন তা দেখে সবাই অবাক। হাওড়ার জগৎবল্লভপুর এলাকার মাজুর বাসিন্দা অমর বিলুই। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণে ৭দিনের অশৌচ পালন করেছেন তিনি। তিনিও যে মাতৃহারা হয়েছেন। লতা জিকে নিজের মা হিসেবে সমস্ত নিয়মকানুন পালন করা তাঁর কর্তব্য বলে মনে করেন তিনি। বেশ কয়েক বছর পূর্বে তিনি জন্মদাত্রী মাকে হারান অমর বিলুই। তারপর থেকে লতা মঙ্গেশকরকেই মা হিসেবে মানেন তিনি। আসলে ছোট থেকে তিনি গান বিশেষ করে সুর সম্রাজ্ঞীর গানের ভক্ত। নিজের টেলারিং শপেও টাঙিয়েছেন লতা জির ছবি। বয়স ৫৫ এর অমর বালুই সাংবাদিকদের জানান, মা মারা যাওয়ার পর থেকে লতার গান শুনেই বড় হয়েছেন তিনি। গায়িকাকেই বসিয়েছেন মায়ের আসনে। তাই সমস্ত নিয়ম মেনে লতা মায়ের পারলৌকিক কাজ করছেন তিনি অশৌচ পালনের পর বৃহস্পতিবার ঘাট কাজ করেছেন। শুক্রবার নিয়ম মেনে করছেন শ্রাদ্ধের কাজ। তারপর থাকছে নিয়মভঙ্গের অনুষ্ঠানও। তার জন্য নিজের বাড়িতে প্যান্ডেল করেছেন অমর বিন্দুই। সেখানে বাজছে সুর সম্রাজ্ঞীর গান। এই উপলক্ষে ২০০ জন অতিথিকে ও খাওয়াবেন বলে জানিয়েছেন অমর বিন্দুই।