ভক্তিগীতি
সময় থাকতে পড় শ্রীমদ্ভগবত গীতা
গীতিকার ঃ অভিজিৎ দে রিপন
শিল্পীঃমুন্নী শীল
মূল শিল্পীঃসুপন সিকদার সুমন
তবলাঃরাহুল দে
বাঁশিঃবাবলু তালুকদার
ভিডিওচিত্র গ্রহন ঃ রাহুল নন্দী
সময় থাকতে পড় শ্রীমদ্ভগবত গীতা
পাতায় পাতায় আছে ওরে অমৃত কথা
ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বানী
গীতামৃত পান করিলেন শ্রী অর্জুন শুনি
সাত শত শ্লোকে আছে অমৃত কথা
কর্ম জ্ঞান ভক্তি নিয়ে গীতা কর সাধনা
গীতা দিবে জীবন মুক্তি ভব পাড়ের ঠিকানা
প্রতিটি অধ্যায়ে আছে এই বার্তা
গীতা পড় জীবন গড় গীতামৃত কর পান
মানব জনম ধন্য হবে পাবে মোক্ষধাম
বলে রিপন গীতা বিনে জীবনই বৃথা