বিপ্লব দাশ,নিজস্ব প্রতিনিধিঃ
চকরিয়া সরকারি কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চকরিয়া উপজেলার প্রথম সরকারি কলেজ। এই কলেজের রয়েছে নিজস্ব বহু ঐতিহ্য। প্রতিষ্ঠালগ্নের পর থেকে এই কলেজ বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি ধরে রাখলেও, কলেজের ইতিহাসে সনাতন ধর্মাবলম্বীদের “বিদ্যার দেবী সরস্বতী পুজো” কখনো অনুষ্ঠিত হয়নি কলেজের ক্যাম্পাসে নানামুখী পারিপার্শ্বিক জটিলতার কারণে। কলেজ ক্যাম্পাসে পুজো করার উদ্যেগে অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক ২য় বর্ষের বর্তমান সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী শিপন আচার্য্য গত ২১ জানুয়ারি অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া বরাবর লিখিত আবেদন করনে সকল শ্রেণীর সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পক্ষ থেকে এরপর অধ্যক্ষ তাৎক্ষণিক কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক প্রণব দত্ত, সবুজ ধর ও রুপম ধর’কে নিয়ে একটি কমিটি গঠন করে দেয়। কমিটির শিক্ষকবৃন্দ গত ৬ জানুয়ারি তারিখে সকালে সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের সাথে মিটিং করে এই সিন্ধান্ত নেন যে কলেজের ক্যাম্পাসে নানা জটিলতার কারণে এই বছর কলেজ থেকে ব্যানার বানিয়ে চকরিয়া ব্রিটিশবিদ্যা কালী বাড়ি মন্দিরে সরস্বতী পুজোয় অংশগ্রহণ করবে। কলেজ অধ্যক্ষ প্রয়োজনীয় অর্থ কলেজ ফান্ড থেকে সরবরাহ করবে। কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীগন একতাবদ্ধের লক্ষ্যে বাণী অর্চ্চনা পরিষদ-২০২৪ আহ্বায়ক কমিটি আংশিকভাবে গঠন করা হয়। এতে কলেজ শিক্ষার্থী শিপন আচার্য্য কে আহ্বায়ক,শ্রাবণী দাশ কে ,যুগ্ম আহ্বায়ক ও সজীব নাথকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়। পরবর্তী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আদেশ দেন। এছাড়া ও সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের দাবীতে এটাও আশ্বাস দেওয়া হয় যে আগামী বছর থেকে কলেজ ক্যাম্পাসে পুজো করার বিষয় গুরুত্ব দেওয়া হবে। ৫৬ বছরের ইতিহাসে এটাই প্রথম কলেজের সরস্বতী পুজো হবে।