শনিবার, ২১ জুন ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কবিগুরুর স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে হামলা রাউজানে সনাতনীদের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা রাউজানে রথযাত্রা উদযাপন উপকমিটি গঠন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত সনাতনী ধর্মাবলম্বীরা ‘বিএনপি ক্ষমতায় এলে নিরাপদ থাকবে। বরিশালে প্রতিমা ভেঙে পালানোর সময় যুবক আটক সিলেট এর মৌলভীবাজারে লোকনাথ সেবাশ্রমে শিব মন্দিরের শুভ উদ্বোধন সিলেটে নাবালিকা হিন্দু কিশোরিকে অ/পহরণ করে ১৩ দিন আটকে রেখে ধ* র্ষ* ণ,গ্রেফতার -১ তরুনদের নিয়ে মৌলভীবাজার রাম নবমী উদযাপন পরিষদ এর ২০২৫-২৬ খ্রি.এর ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সীতাকুণ্ডে গভীর রাতে মন্দির ও প্রতিমা ভেঙে জায়গা দখল স্বামী বুলবুলানন্দ মহারাজের পরলোকগমন: বোয়ালখালীর মেধস মুনির আশ্রমে শোকের ছায়া

চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে

Spread the love

চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উপলক্ষে গত ৬ ও ৭ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে ।

‎৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঊষালগ্নে মঙ্গল আরতি সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ এবং বিকেলে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন শ্রী দীনেশ পাল।

‎বিকেলে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় গীতা শিক্ষা বিদ্যাপীঠের শিক্ষার্থীবৃন্দের পরিবেশনায় সন্ধ্যারতি ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

‎৭ই ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মমুহূর্তে হরিনাম সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। সকালে চন্ডীপাঠ, গুরুপূজা,দীক্ষা দান ও শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর পৌরোহিত্যে বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভারম্ভ হয়। গীতাযজ্ঞ পরিচালনা করেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ এবং অনুষ্ঠানে গীতামৃত পরিবেশন করেন শংকরমঠ ও মিশন এবং বিভিন্ন আশ্রমের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ।

‎দুপুরে রাজভোগ নিবেদন এবং অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। এদিন বিকেলে টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক শ্রীমদ্ভগবদ্গীতা ও নৈতিক শিক্ষা বিষয়ক প্রতিযোগিতার ফলাফল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

‎এসময় উপস্থিত ছিলেন মহোৎসব উদযাপন পরিষদ এর সভাপতি অধ্যাপক ড. শ্রী প্রসঞ্জীত দাশ , সাধারণ সম্পাদক রিপন দাশ, প্রধান সমন্বয়ক রাখাল দাশ, মনোরন্জন দাশ, দীপক রন্জন দাশ, রতন দাশ, শিশির দাশ, উজ্জ্বল দাশ,  দেবাশীষ দাশ, অন্ধন দাশ, সজল দাশ, শিমুল দাশ, তাপস দাশ, সুমন দাশ, চন্দ্রশেখর দাশ, পিন্টু দাশ, রাখাল সরকার, মেঘলা, প্রেমা, রিবি, অবন্তিকা, অর্পা, নাহারিকা, অন্বেষা  ও গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।



আমাদের ফেসবুক পেইজ