মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রতিমা ভাঙচুর ওসি নাসির উদ্দিন বলছেন তেমন বড় ঘটনা নয়! নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে কিশোরগঞ্জে ঐক্য পরিষদের গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন রাঙামাটিতে ত্রিনয়ন সংঘের উদ্দ্যোগে সর্বজনীন গণেশ পূজা কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো সৎ সংঘ যুব ক্লাব হিন্দু পারিবারিক আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ব্রেইন টিউমারে আক্রান্ত শ্রাবন্তীর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন জাগো হিন্দু পরিষদ কদমতলী ইউনিয়ন শাখা বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত রাউজানে হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কোলাবাজারে সনাতনী উন্নয়ন সংঘ এর উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ধামরাই বড় বাজার দুর্গা মন্দিরে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কেককাটা অনুষ্ঠান ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

চান্দগাঁও সাধুরপাড়া এলাকায় শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Spread the love

 

জয় কুমার নাথ, সংবাদ দাতা :

নগরীর চান্দগাঁও সাধুরপাড়ার বহুল আলোচিত স্বনামধন্য সনাতনী এলাকার “শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির” -এর প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০৮ শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের শ্রীচরণাশ্রিত যোগাচায্য “শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজের শুভ আগমন উপলক্ষ্যে দিনব্যাপি- দীক্ষাদান, সাবজনীন শ্রীমদ্ভগবতগীতায় তুলসীদান, ও মহতী সনাতন মানব ধম সম্মেলন অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানে পৌরহিত্য করেন- “যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ঋষি তীথ গুরুধাম (অনাথ আশ্রম) এবং কালুরঘাট তারানন্দ মহাকালী যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ।

গত ২৫ ফাল্গন ১৪২৯ বঙ্গাব্দ ১০ই মাচ ২০২৩ খ্রিঃ শুক্রবার উষালগ্নে নামসংকীতন সহকারে নগর পরিক্রমা, সকাল ৬টায় গুরু পূজা, চন্ডী পাঠ ও সমবেত উপসনা। চন্ডী পাঠে ছিলেন শ্রীমৎ ধ্যানেশ্বর চৈতন্য। এছাড়া সকাল ৮টায় বিশ্বশান্তি কল্যাণে শ্রীমদ্ভগবদগীতায় তুলসীদান, দুপুর ১২টায় মহতী মানব ধম সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ১টায় আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ সহ বিকেল ৫ ঘটিকা হতে পর্যায়ক্রমে ধর্মীয় আলোচনা, সংগীতা অনুষ্ঠান, নৃত্য ও ছোট্ট নাটিকা সহ বিজয়ীদের মাঝে পুরস্কারের বিতরণের মধ্য দিয়ে মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি ঘটে। সাধুরপাড়া পূজা উদযাপন পরিষদ এর সভাপতি আকাশ দেব নাথ ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ জানান প্রতিব্যারের তুলনায় বহু সংখ্যক সনাতনী ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান যথাযথযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রতি বছরের তুলনায় এই বারও মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর ও সাথকতার সাথে সম্পন্ন হয়েছে। তাই পূজা উদযাপন পরিষদের পক্ষ হতে তারা সকলের প্রতি ধন্যবাদ জানান ।



আমাদের ফেসবুক পেইজ