রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : অন্তর পাল আকাশ
পড়ালেখার পাশাপাশি নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময় প্রতিমা তৈরি তাক লাগিয়েছেন রাউজানের তিন শিক্ষার্থী। স্বপ্নীল দাশ ও দূর্জয় চন্দ কে নিয়ে নিজের হাতে তৈরি মৃন্ময় প্রতিমার আরাধনা করছে একাদশ শ্রেণির ছাত্র নয়ন মুহুরী।
ছয় বছর ধরে নিজেদের তৈরি প্রতিমায় নিজেরাই মন্ত্র পাঠ করে দশভুজা দেবী দূর্গার পূজা করছেন তিন বন্ধু, কুড়িয়েছেন ভূয়সী প্রশংসাও। অন্যান্য বছর নিজেদের সঞ্চয়কৃত টাকা দিয়ে পূজা উদযাপন করে আসলেও তাদের এমন ধর্মীয় কার্যক্রম দেখে এবছর এগিয়ে এসেছেন এলাকার যুব-সমাজ। সবাই মিলে সম্মিলিতভাবে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেছে।
জানা যায়, উপজেলার বিনাজুরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সৎসঙ্গ বাড়ির দশম শ্রেণির ছাত্র দূর্জয় চন্দ ও একাদশ শ্রেণির দুই ছাত্র স্বপ্নীল দাশ ও এবং নয়ন মুহুরী। ছয় বছর ধরে প্রতিমা তৈরি করে পূজা উদযাপন করছে। তাঁরা বিনাজুড়ি নবীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
তিন জনের কারোই প্রতিমা তৈরির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এমনকি কেউ গুরুর দীক্ষিতও নয়। তবে তাঁরা এই কাজে উদ্বুদ্ধ হয়ে আগামীতে প্রতিমা তৈরির প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ ও দীক্ষিত হওয়ার আগ্রহের কথা জানান।
নিজেদের হাতে প্রতিমা তৈরি করে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন তাঁরা। তাদের তৈরি প্রতিমা দেখতে প্রতিদিনই ভীড় করেন দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। সন্তানদের এমন মহৎ কাজে খুব খুশি অভিভাবকসহ স্থানীয়রা।