সুজন চক্রবর্তীঃ আসামপ্রতিনিধিঃ ছেলের মৃত্যু শোককে ভূলে বিধবা বউমার বিয়ে দিলেন শ্বশুর। বউমাকে নিজের মেয়ের মতো ভেবে করলেন তার কন্যাদানও। এক অন্যন্য ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের হলদিয়া। জীবনের অনেক দুঃখের মধ্যেই আনন্দের হাসি ফুটে উঠল বউমা শুভ্রার মুখে। জানা যায়,২০১৭ সালে পশ্চিমবঙ্গের হলদিয়ার চৈতন্যপুর বরদা গ্রামের শ্যামল মালাকারের মেয়ে শুভ্রার সঙ্গে বিয়ে হন সুতাহাটা অনন্তপুর গ্রামের নকুল ঘাঁটির একমাএ ছেলে অর্ণবের। কিন্তু বিয়ের তিন বছরের মাঝে ২০২০ সালের ২০শে অক্টোবর এক মোটরসাইকেল দুঘর্টনায় মৃত্যু হয় তারঁ। অর্ণব ও শুভ্রার একটি পুত্র সন্তান ছিল। স্বামীকে হারিয়ে একাকীত্বে ভুগছিল শুভ্রা। ক্রমেই দুবির্ষহ হয়ে উঠছিল তাঁর জীবন। বউমার এই কষ্ট সহ্য করতে পারেননি নকুলবাবু। এরপরই তিনি বউমার ফের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। হলদিয়া টাউনশিপের রামগোপাল চকের বিনয় সাঁতরার ছেলে মধুসূদন সাঁতরার সঙ্গে শুভ্রার বিয়ে ঠিক করেন নকুলবাবু।