নিজস্ব প্রতিবেদক : কলকাতা-বাংলাদেশ দুই পার বাংলার সমন্বয়ে গঠিত সনাতনী বন্ধুদের অনলাইন ভিত্তিক প্লাটফর্ম সনাতনী বন্ধুত্বের মিলনমেলা গ্রুপের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী “বন্ধুত্বের মিলনমেলা” অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ই জানুয়ারি শুক্রবার সকালে উদ্বোধনীৃ গীতা পাঠ করেন মাস্টার প্রানেশ দে। এরপর অতিথিদের পরিয়ে উত্তরীয় বরণ করে নেওয়া হয়। সেরা জুটি সম্মাননা প্রদান, গীতাপাঠ, পুরষ্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরে মধ্যাহ্নভোজন দিনব্যাপী ছিলো বর্ণাঢ্য আয়োজন।
অ্যাডমিন প্যানেলের প্রধান লিপি দে’র নেতৃত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন প্রদীপ বিশ্বাস, সুজন দাশ এবং উত্তম দে বাপ্পি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা থেকে আগত সুজিত কুমার, তপন রায়, গোপা দেব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সনাতনী অনলাইন গ্রুপ ছায়ানীড়, গল্পকুটির, মুক্তধারা, বন্ধুত্বের চিলেকোটা’র অ্যাডমিনবৃন্দ। পরে ‘বন্ধুত্বের মিলন মেলা’ গ্রুপের পক্ষ থেকে অ্যাডমিন ক্রেস্ট প্রদান করা হয়।
দিনব্যাপী এই আয়োজন নাচে-গানে মুখরিত ছিলো। কেক কেটে বন্ধুত্বের মিলনমেলা গ্রুপের ২য় বর্ষপূর্তি উদযাপনের মাধ্যমে শেষ হয় এই আয়োজন।