মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে অনুষ্ঠিত আন্তঃকলেজ সাংস্কৃতি প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন চট্টগ্রামের মেয়ে সনাতন টিভির সংবাদ উপস্থাপিকা’তন্বী দাশ।
২০২১ সালের ১২ ডিসেম্বর ঢাকার সরকারি সংগীত কলেজে প্রতিযোগিতার চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বক্তৃতা ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জাতীয় পর্যায়ে প্রথম হন চট্টগ্রামের তন্বী দাশ। তন্বী চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।