নুপুর পাল, ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার বড় বেরাইদ এর কাঁঠালদিয়া গ্রামের শ্রী শ্রী মা ধামাই মন্দির প্রাঙ্গনে ভক্তবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান। ৫ বছর ধরে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগমে গ্রামবাসীর যৌথ উদ্যোগে চলছে এই উৎসব।
গত ১৫ই জানুয়ারি সোমবার মা ধামাই পূজা ও আরতি এবং গীতা পাঠের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় এবং ২০ জানুয়ারি শনিবার ভোরের নগর সংকীর্তন, কুঞ্জ ভঙ্গ, জলকেলী, মহন্ত বিদায় ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। গ্রামের সিনিয়র সদস্য সঞ্জিপন সরকার, এবং রাজমোহন সরকার সনাতন টিভিকে জানান যে, এই উৎসবে কারো কোন পদ বা নাম বা কোন কমিটি নাই। এই গ্রামের সবাই যৌথভাবে এই উৎসবের আয়োজন করে থাকে ।
প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। ৫ দিন যাবত চলা এই উৎসবে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ২ টা পর্যন্ত ভক্তদের মাঝে প্রসাদ দেয়া হয়। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কির্তনীয়া দল এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহন করে। উল্লেখ্য যে এখানে শ্রী শ্রী মা ধামাই মন্দির এর পাশাপাশি লোকনাথ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির আছে। এই মন্দিরে প্রতিদিন নিত্যপুজা করা হয়ে থাকে।