চন্দন দে, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
ছবিতে হাটহাজারী নবারুণ সংঘের আয়োজিত পূজায় ঐতিহ্যবাহী ঢাক বাজানো ও ধুনুচি নৃত্যর পূর্নার্থীরা
চট্টগ্রামের হাটহাজারী সহ সারা বাংলাদেশে চলমান শ্রীশ্রী দূর্গা পূজার মহা অষ্টমী পূজা সমাপ্ত হয়েছে। এইদিন সকাল থেকে ভক্তরা অষ্টমী পূজা উপলক্ষে উপবাস থেকে মায়ের উদ্দেশ্য অন্জলী প্রদান করেন।
হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ৭ টি পূজা মন্ডপেই সুষ্ঠু ভাবে মহা অষ্টমীর পূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে দক্ষিণ বুড়িশ্চরের নবারুণ সংঘ, প্রগতি সংঘ, শ্রীশ্রী রামকৃষ্ণ সংঘ, সপ্তমুখী পূজা উদযাপন পরিষদ গুলো সকালের পুষ্পাঞ্জলি সহ প্রথম পর্যায়ের পর্ব শেষ হলে সন্ধ্যা থেকে শুরু হয় মহা অষ্টমীর সন্ধি পূজোর আয়োজন। এই সময়ে মায়ের উদ্দেশ্যে মহাসমারোহে মহা অষ্টমীর সন্ধি পূজো, বলি এবং অন্জলী দেওয়া হয়েছে।
এরপরেই মূলত শুরু হয় পূজার সবচেয়ে ঐতিহ্যবাহী ঢাক বাজানো এবং ধুনুচি নাচের আয়োজন। পূর্নার্থীরাই মায়ের আরতির উদ্দেশ্য ঢাক বাজান এবং ধুনুচি নাচ নাচেন।
এইসময়ে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্বগণ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান। আজকে দক্ষিণ বুড়িশ্চরের নবারুণ সংঘের পূজা পরিদর্শনে আসেন হাটহাজারীর অন্যতম কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ’র প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য, সাবেক উপ-প্রচার সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবি জসীম উদ্দিন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ৫ সংসদীয় আসনের অন্যতম নৌকার দাবিদার মোঃ রাশেদুল ইসলাম রাসেল। এইসময়ে তিনি তার বক্তব্যে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। এইসময়ে তিনি সকলকে সম্প্রীতির এই বাংলাদেশের অগ্রযাত্রা কে এগিয়ে নিতে, উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে ও শেখ হাসিনা ‘র হাত কে শক্তিশালী করতে এবং আসন্ন দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে ভোট দিতে বিনম্র অনুরোধ করেন। এইসময়ে তিনি শিশু জন্য পরিবেশের জন্য উপকারী কাগজের কলম সহ শিক্ষা উপকরণ ও পিছিয়ে পড়া শিশুদের নতুন কাপড় শারদ শুভেচ্ছা হিসেবে পূজা উদযাপন পরিষদের কমিটির হাতে বুঝিয়ে দেন।