নুপুর পাল।
ঢাকা জেলা প্রতিনিধি
গত ২৮ মে মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা মন্ডপের দান বাক্স লুটের চেষ্টা করে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায় লুঙ্গি পরা ওই ব্যক্তি দান বাক্সটি নিয়ে ছুড়ে মারে, পরে তাতে লাথি মারে। এক পর্যায়ে বাক্সটি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তখন তাকে মন্দিরের নিরাপত্তা কর্মীরা ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের নাম পরিচয় ও উদ্দেশ্যে অসংলগ্ন কথা বললে তাকে পুলিশের হাতে তুলে দেয় মন্দির কর্তৃপক্ষ। পুলিশ জেরার সময় পাগল ধারণা করে ওই ব্যক্তিকে ছেড়ে দেয়। রাতে মন্দির কমিটির পক্ষ থেকে চকবাজার থানায় জিডি করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত দেব।
তিনি আরো জানান, লোকটি সকালে মন্দিরের দান বাক্স ছুড়ে ফেলে লাথি মারতে শুরু করে, পরে তাকে মন্দিরের লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাকে পাগল বলে ছেড়ে দেয়। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি মনিন্দ্র কুমার নাথ এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বলেন জাতীয় মন্দিরে এই ধরনের ঘটনা আশা করা যায় না । পুলিশের এমন ভূমিকায় ক্ষোব চালিয়ে তিনি আরো বলেন পুলিশ হামলাকারী কে ধরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসতো। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে গ্রেফতারের দাবী জানান তিনি। এদিকে রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। পুলিশ কমিশনার মন্দিরে হামলাকারীকে ছেড়ে দেওয়ায় পুলিশ সদস্যকে ক্লোজ করার নির্দেশ দেন। একই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে গ্রেফতারের নির্দেশও দেন তিনি। এ সময় পুলিশের লালবাগ জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।