সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা আহলা দূর্গাবাড়ি ও লোকনাথ আশ্রমে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব শুরু বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ রাঙামাটির মন্ডপে মন্ডপে চলছে বিদ্যাদেবীর আরাধনা সিইপিজেড কৃষ্ণ মন্দিরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আগামীকাল রাউজানে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মৌলভীবাজারে শত কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত গোপালগঞ্জে ২ মন্দিরে প্রতিমা-পূজার সরঞ্জাম সহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

তীর্থ পরিক্রমা ও দিনব্যাপী আড্ডায় সনাতনী এসএসসি ৯৯

Spread the love

অজয় মিত্র: নিজস্ব প্রতিনিধি 

১৯৯৯ সালে এসএসসি পাশ করা দেশের বিভিন্ন প্রান্তের সনাতনী বন্ধুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্ম ‘সনাতনী এসএসসি ৯৯’ ‘চল যাই চাঁটগায়, দিনব্যাপী আড্ডায়’ এই শ্লোগানে দিনের শুরুতে তীর্থ পরিক্রমা ও আড্ডার আয়োজন করেন গতকাল (২৩ ফেব্রুয়ারী) শুক্রবার।

ঢাকা, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম শহর সহ মিরেশ্বরাই, সীতাকুণ্ড থেকে আসা প্রায় অর্ধশত বন্ধুদের অংশগ্রহণে আয়োজনের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে বন্ধুদের বরণ, চট্টগ্রামের শ্রী শ্রী কৈবল্যধামে বাল্যভোগ নিবেদন, হরিনাম সংকীর্তন, আশ্রম পরিভ্রমণ ও বিস্তৃত পরিচিতি, মহাপ্রসাদ গ্রহণ, আশ্রম ট্রাষ্টিবোর্ড সদস্যদের উত্তরীয় পড়িয়ে সুকদেব সাহার সঞ্চালনায় শ্রী শ্রী রাম ঠাকুর বিষয়ক সংক্ষিপ্ত ধর্মালোচনায় প্রধান অতিথি: স্বপন কুমার পালিত ( সম্পাদক: শ্রী শ্রী কৈবল্যধাম ট্রাস্টি বোর্ড), উদ্বোধক: বাসুদেব সাহা ( সদস্য : শ্রী শ্রী কৈবল্যধাম ট্রাস্টি বোর্ড), মূখ্য আলোচক : মনিলাল দাশ ( সদস্য : শ্রী শ্রী কৈবল্যধাম ট্রাস্টি বোর্ড), বিশেষ অতিথি : মিলন কান্তি দাশ, সঞ্জীব কুমার দে, প্রদ্যুত চন্দ্র সাহা ( সদস্য : শ্রী শ্রী কৈবল্যধাম ট্রাস্টি বোর্ড) হিসেবে উপস্থিত ছিলেন। ধর্মালোচনা শেষে প্রথমপর্বে আয়োজনের তীর্থ পরিক্রমা শেষ হয়।

আশ্রমের প্রধান ফটক থেকে দুটো বাস যোগে পতেঙ্গা সী বিচ ভ্রমণ, সান্ধ্য টিফিন গ্রহণ, বঙ্গবন্ধু টানেল ভ্রমণ শেষে নগরীর বড়পোলে ‘ক্যাপ্টেইনস ডাইন রুফটপ রেস্টুরেন্ট’-এ সংগীত সন্ধ্যা ও নৈশভোজের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি হয়।

সংগীত সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পী ছাড়াও গান পরিবেশন করেন সাতক্ষীরা ৯৯ বন্ধু বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তারকা শিল্পী ছন্দা রাণী।

খুলনা, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা থেকে আসা বন্ধুদের ব্যক্তিগত উদ্যোগে কলম ও সিরামিক মগ উপস্থিত সকল সনাতনী বন্ধুদের হাতে তুলে দেওয়া হয়।

সান্ধ্য আয়োজনে নিজের হাতে তৈরি সুদৃশ্য কেক কেটে সকলকে পরিবেশন করেন সনাতনী এসএসসি ৯৯ এর চট্টগ্রামের বন্ধু মুনমুন ধর।

আয়োজনে ‘সনাতনী এসএসসি ৯৯’ এর এডমিন খুলনা থেকে আসা জয়ন্ত সাহা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

তীর্থ পরিক্রমা ও দিনব্যাপী সনাতনী আড্ডা আয়োজনের আহ্বায়ক ছিলেন অনিন্দ্য মজুমদার, সদস্য সচিব সুকদেব সাহা, কোষাধ্যক্ষ রাতুল দাশগুপ্ত। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রী রিপন দাশ।



আমাদের ফেসবুক পেইজ