হৃত্বিক দাশ ডালিম: ভূজপুর প্রতিনিধি। ভূজপুর থানার অন্তর্গত নারায়ন হাট ইউনিয়নের জুজখোলা গ্রামস্থ মোস্তারখীল শ্রী শ্রী শীতলা মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্দ্যোগে ২য় বৎসরের মত জগদ্ধাত্রী মায়ের পূজা সমাপণ হলো। সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিলো। অনুষ্ঠানের শুরুতে ছিলো শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ।
অংশগ্রহনে ছিলো বিভিন্ন গীতাস্কুলের শিক্ষার্থীবৃন্দ। গীতাস্কুল গুলো হলো তারাখোঁ নব জাগরন গীতা শিক্ষা নিকেতন,, জুজখোলা কেন্দ্রীয় গীতাস্কুল,, দক্ষিণ জুজখোলা জ্ঞানমঞ্জরী গীতা শিক্ষা নিকেতন,, কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন,, নেপচুন সনাতনী সচেতন গীতা শিক্ষালয়।। সন্ধ্যায় ছিলো ঢাঁকের তালে ধুনুচী আরতি। রাত ৯ঘটিকায় মহাপ্রসাদ আস্বাদন। ১০ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহনে ছিলো স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে ভক্তের সমাগম ছিলো চোখে পড়ার মত।
উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে আগত স্বনামধন্য অতিথিবৃন্দ। শ্রী লিঙ্কন চক্রবর্তী(সভাপতি, ভুজপুর পূজা উদযাপন পরিষদ),, বীর মুক্তিযোদ্ধা শ্রী বাবুল কান্তি দে,,শ্রী সুমন কুমার বনিক,, জনাব আব্দুল করিম বাবুল(মেম্বার),,শ্রী আদিত্য সৈকত,, শ্রী রূপক দে,, শ্রী লিটন মহাজন,, শ্রী রুবেল দেব সহ অসংখ্য ভক্তপ্রবর।। অনুষ্ঠানমালার প্রতিটি পর্ব সফলতার সহিত সমাপন করাতে আগত সকল অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণ জুজখোলা পূর্বপাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ।