চন্দন দে, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
অদ্য ২০ই অক্টোবর চট্টগ্রাম এর হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চরের মন্ডপে মন্ডপে মাতৃ বরণ আয়োজিত হয়েছে।
সরেজমিনে মন্ডপ গুলোতে ঘুরে দেখা যায়, দক্ষিণ বুড়িশ্চরের নবারুণ সংঘ, প্রগতি সংঘ, শ্রীশ্রী রামকৃষ্ণ সংঘ, সপ্তমুখী পূজা উদযাপন পরিষদ গুলো নিজস্ব আঙ্গিকে ও ব্যবস্থাপনায় প্রতিমা মন্ডপে আনয়নের পরে মাতৃ বরণের আয়োজন করেছে। তবে নবারুণ সংঘ আজ খানিকটা সন্ধ্যার আগে আগেই তাদের মাতৃ বরণের অনুষ্ঠান আয়োজন করে। গাড়িযোগে তারা প্রতিমা আনয়নের পরে ছাফা মোতালেব স্কুল থেকে পূজা স্থল পর্যন্ত শোভাযাত্রা সহকারে মা দূর্গা কে মন্ডপে নিয়ে আসে। এর পরেই মূলত পূজামণ্ডপে মাতৃ বরণ করেন সকল মহিলারা।
এই সবের পরেই সন্ধ্যায় প্রতিটি মন্ডপেই মহাষষ্ঠীর পূজা ও আরতি অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপেই আনসারের উপস্থিতি ছিলো।