রাজু বিশ্বাস, দিনাজপুর প্রতিনিধি \ শ্রীশ্রী গীতা মাতার শুভ আবিভার্ব উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের ভক্তবৃন্দের আয়োজনে এবং শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের যুব কমিটির সহযোগিতায় ২৭ ডিসেম্বর রোববার দিনাজপুরের বিরল উপজেলার শিবপুর গ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৫তম শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসব—২০২০ পালন করা হয়েছে।
১৫তম শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসব এর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকাল ৭টায় বাবুল চন্দ্র রায় এর পরিচালনায় হরে কৃষ্ণ কীর্তনাদি দিয়ে সকাল সাড়ে ৮টায় রাধাকৃষ্ণের পূজা, দুপুর ১২টায় মন্ত্রদান এবং তারকাব্রক্ষ্মা মহনাম কীত্তর্ন করার মাধ্যমে গীতা জয়ন্তী মহোৎসব এর সমাপ্তি। ১৫তম শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসবে পৌরহিত্য করেন শ্রীমৎ নিত্যানন্দ নাথ।

বিকেল ৩টায় ১৫তম শ্রীশ্রী গীতা জয়ন্তী মহোৎসব—২০২০ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জজ কোর্টের অবসর প্রাপ্ত জজ শ্রী সত্যেন্দ্রনাথ রায়। আলোচনা সভায় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সভাপতি শ্রীমৎ উমেশ ব্রহ্মচারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী রমাকান্ত রায়, শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের বিশিষ্ট ধমীর্য় আলোচক এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী নির্মল চন্দ্র দেব, কাহারোল জয়নন্দ ডিগ্রী কলেজের প্রভাষক শ্রী হরিশ চন্দ্র দেবশমার্ (পার্থ দেব), বোচাগঞ্জ উপজেলার হাট মাধবপুর মডেল একাডেমীর অধ্যক্ষ শ্রী সবাশ চন্দ্র দেবশমার্, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ শ্রীমৎ নিত্যানন্দ নাথ (জয়দেব)।