সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা আহলা দূর্গাবাড়ি ও লোকনাথ আশ্রমে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব শুরু বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ রাঙামাটির মন্ডপে মন্ডপে চলছে বিদ্যাদেবীর আরাধনা সিইপিজেড কৃষ্ণ মন্দিরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আগামীকাল রাউজানে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মৌলভীবাজারে শত কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত গোপালগঞ্জে ২ মন্দিরে প্রতিমা-পূজার সরঞ্জাম সহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

দুবাই জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Spread the love

 

সনজিত কুমার শীল
সংযুক্ত আরব আমিরাত দোয়ায় জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘের উদ্যোগে লোকনাথ বাবার ১৩৪ তম তিরোভাব স্মরণ উৎসব মন্দিরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজমান রিয়েল হলরুমে ধর্মীয় আলোচনা সভা এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়। গত ১৭ই জুন ২০২৪ ইং বাবা লোকনাথ বাবার তিরোধান উৎসব ও মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌরিহিত্য করেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম তুলশী ধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরি) এবং বাংলাদেশ থেকে আগত শ্রীমদভগবদ গীতা পরিবেশন করেন শ্রী প্রদর্শন দেবনাথ।


জয় শ্রী কৃষ্ণ লোকনাথ সেবা সংঘের সভাপতি সুনীল শীলের সভাপতিত্বে রাজু শীল ও রিপন সুশীলের যৌথ পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুবোধ চৌধুরী শিবু। অনুষ্ঠানে বাল্যভোগ, আরতি, লোকনাথ বাবার জীবন নিয়ে আলোচনা এবং মহাপ্রসাদের আয়োজন। এতে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি গণেশ দেবনাথ ও সাধারণ সম্পাদক রাজীব দাশ, ইন্জিনিয়ার তপন সরকার,সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, উপদেষ্টা শ্যামল কান্তি দাশ, বিকাশ দেবনাথ, সঞ্জীব কুমার নাথ, চিন্ময় দত্ত, করুণা পাল, মনোজ খাঁড়া, দিলীপ ধর, সাধারণ সম্পাদক প্রকাশ দেবনাথ, রূপন শীল, অর্জুন দেবনাথ,

শিবু মালাকার, বন্ধন দেবনাথ, পলাশ শীল, রুবেল দাশ শুকলাল সূত্রধর, বিজয় দাশ, বিশ্বজিৎ দে,পবন দাশ, চন্দন দেবনাথ, শিপন কর্মকার, শিমুল দেবনাথ, রাজীব দাশ, বাপ্পারাজ দেবনাথ সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে জাগো পরিষদ আমিরাত শাখার নেতৃবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।উক্ত অনুষ্ঠানে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন আল আইন মরতীর্থ প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী (ঋষিবাবু)। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশের দুই হাজারেরও অধিক সনাতনী ভক্তবৃন্দের উপস্থিতিতে সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।



আমাদের ফেসবুক পেইজ