তুষার কান্তি ধর, সনাতন টিভি, জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি সদর।
খাগড়াছড়ি সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা ও ওষুধ বিতরণ করেছে সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর শাখা। সনাতন সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়।
এসময় সনাতন সমাজ কল্যান পরিষদ সদর শাখার সভাপতি সুজিত দাশ এর সভাপতিত্বে কেন্দ্রীয় লক্ষী নারায়ন মন্দিরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান এসপিপি, এনডিসি,পিএসসি।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর (৩০ বীর) জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত , সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক নির্মল কান্তি দাশ, লক্ষী নারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার, সনাতন সমাজ কল্যান পরিষদ সদর শাখার সিনিয়র সহ- সভাপতি প্রভাত তালুকদার ও সাধারণ সম্পাদক সুমন আচার্যী।