আজ ২০২১ সালে শুরু সকলকে নতুন বছরের শুভেচ্ছা বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমরাও আমাদের অগনির পাঠককে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটি আনন্দে শান্তিতে ভরে উঠুক এ প্রত্যাশা। আছে দুঃখ আছে মৃত্যু বিরহদহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই কথার মতই দুঃখ কষ্ট সবকিছু কাটিয়ে নতুন জীবন যাত্রার প্রেরণা নেবে মানুষ। নতুন বছরটা যেন সমাজ জীবন থেকে প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, অনিশ্চয়তা,হিংসা, লোভ ও পাপ দূর করে রাজনৈতিক হানাহানির থেমে গিয়ে আমাদের প্রিয় স্বদেশ যেন সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে ।।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মানবকল্যান ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অজয় দত্ত তার বার্তায় বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ও তপ্রোত ভাবে জড়িত থাকলেও ব্যবহারিত জীবনে ইংরেজি বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত হওয়ায়, খ্রিষ্টীয় নববর্ষ সকলকে ব্যাপকভাবে করে প্রভাবিত করে। কালের বিবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন বাংলাদেশর, জাতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়েছে। দেশব্যাপি নানা আনুষ্ঠানিকতায় মাধ্যমে নতুন বছরকে বরন করা হয়।
তাই তিনি বলেন বিগত বছরের সব অকল্যাণ ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছর আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রত্যাশা পূরণের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিগত বছরের সকল অকল্যাণ ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছর সবার জন্য বয়ে আনুক সমৃদ্ধি ও বিজয়ের বাণী – এ কামনা করি।।