অন্তর পাল আকাশ, নিজস্ব প্রতিবেদক : দোলপূর্ণিমা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির বারমাসিয়া চা-বাগান, শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যে ছিলো মঙ্গল আরতি, সনাতন বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় সমবেত গীতা, মহতী ধর্মসভা, ধর্মীয় নৃত্যানুষ্ঠান, টিভি ও বেতার এবং স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস, দিনে এবং রাতে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ।
বারমাসিয়া চা-বাগান পূজা মণ্ডপ প্রাঙ্গণে ২৫ ও ২৬শে মার্চ সোম ও মঙ্গলবার দুইদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মহা আশীর্বাদক মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলক ছিলেন শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানে ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ও বারমাসিয়া চা বাগান মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জয় পদ চন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূজপুর শাখার সভাপতি পন্ডিত লিংকন চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় ধর, বু-ওয়েব প্যাকেজেড ড্রিংকি ওয়াটার এর সি.ই.ও রাজীব দে। বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক রুপক দে, সহ-সভাপতি মানস চক্রবর্তী, লিটন মহাজন, সাংগঠনিক সম্পাদক আদিত্য সৈকত, জয়ন্ত দাশ জোকি, রিপন শীল, পার্থ ঘোষ।
উল্লেখ্য: বারমাসিয়া চা-বাগানে শ্রীশ্রী দূর্গা, কালী ও হরি মন্দিরের উন্নয়ন কাজ চলমান রয়েছে। উক্ত মহতী কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জয় পদ চন্দ।
এই সময় উপস্থিত ছিলেন বারমাসিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অপু কুর্মী, পলাশ ঘোষ, রুবেল ভট্টাচার্য্য, রানা পদ চন্দ, আপন কুর্মী, তপন কুর্মী, বিমল কুর্মী, অনুপম ভট্টাচার্য্য, রুপম ভট্টাচার্য্য, রুবেল কুর্মী, উত্তম কুর্মী, অসীম তুরী, অমিতাভ বাগদী, বাবুল কুর্মী, আরো উপস্থিত ছিলেন জনি,রুপন, রানা, কেশব, রনি, সুমন, সোহেল, আকাশ, রতন সহ আরো অনেকে।
এ উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসেছে গ্রামীণ লোকজ মেলা। মেলায় খাবার সহ বিভিন্ন রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বুধবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।