ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়িয়ে কৌশিক সাহা (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে পুলিশ কৌশিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কৌশিক সাহা উপজেলার জগৎপট্টি গ্রামের কাপড় ব্যবসায়ী সুব্রত সাহার ছেলে।
জানা গেছে, কৌশিক সাহা নিজের ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননা গুজব গুজব ছড়ালে এলাকায় উত্তোলনের সৃষ্টি হয় ।
নেছারাবাদ স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ বনি আমীন জানান, খবর পেয়ে ওই ছেলেকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।