স্বামী ও পরিবার পরিত্যক্ত এক অন্তঃসত্ত্বা নারী কাজের সন্ধানে ঢাকায় এসে ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শনিবার (৮ মার্চ) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় সংঘটিত এই অপরাধে ইতোমধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে।
পুলিশ বলছে, ভুক্তভোগী নারী সনাতaন ধর্মাবলম্বী হলেও ভালোবেসে একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর চাঁদপুরের মতলব এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন তিনি। কিন্তু গত চার মাস ধরে স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না এবং ফোন নম্বরও বন্ধ রেখেছেন।