রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি – ঢাকার ধামরাইয়ের ঐতিহাসিক ত্রি মোহনা বটতলা রাধাগোবিন্দের নাট-মন্দির অঙ্গনে দেশ,জাতি,বিশ্বের সকল প্রাণির কল্যাণ কামনায় কুমড়াইল পালপাড়ার সকল ভক্তবৃন্দের আয়োজনে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, অষ্টকালীন লীলাকীর্তন ও মহোৎসব -২০২১ শনিবার (১৩ই ফেব্রুয়ারি) শ্রীমদ্ভাগবত পাঠান্তে মহানাম যজ্ঞের শুভ অধিবাস অন্তে ১৬প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে রবিবার ,হরিনাম সংকীর্তন চলবে সোমবার পর্যন্ত।
হরিনাম সংকীর্তন উৎসব উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শ্রী বিরেন্দ্র পাল ও শ্রী ব্রজেন্দ্র পাল বলেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে বিশ্ববাসীকে মুক্ত ও বিশ্বের সকল প্রাণির কল্যাণ ও মঙ্গল কামনায় সরকারের স্বাস্থ্য বিধি মেনে আমরা এ’উৎসবের আয়োজন করেছি। সকল ভক্তদের মাঝে মাস্ক বিতরণ করা সহ সকল ভক্তদের সেবার আয়োজন করা হয়েছে। এ উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে প্রখ্যাত হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলাকীর্তন এর দল নামসুধা ও অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করবেন।
মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকল ভক্তদের সানুগ্রহ উপস্হিতি কামনা করেছে কর্মকর্তাগন সহ নামযজ্ঞ উৎসব উদযাপন কমিটি। হরিনাম সংকীর্তন চলাকালে এ’সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা জেলা কমিটির নির্বাহী সভাপতি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল( বাবু), সহ এতদ্ অঞ্চলের সকল কৃষ্ণ ভক্তবৃন্দ ও কুমড়াইল পালপাড়া নামযজ্ঞ উৎসব উদযাপন কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এ’অনুষ্ঠানে অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশেন করেছেন শ্রী নিমাই পাল (রাজবাড়ী), শ্রীমতি পূজা রায় (ফরিদপুর) ও শ্রীমতি পুষ্প রানী দাস (বগুড়া)।