মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রতিমা ভাঙচুর ওসি নাসির উদ্দিন বলছেন তেমন বড় ঘটনা নয়! নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে কিশোরগঞ্জে ঐক্য পরিষদের গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন রাঙামাটিতে ত্রিনয়ন সংঘের উদ্দ্যোগে সর্বজনীন গণেশ পূজা কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো সৎ সংঘ যুব ক্লাব হিন্দু পারিবারিক আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ব্রেইন টিউমারে আক্রান্ত শ্রাবন্তীর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন জাগো হিন্দু পরিষদ কদমতলী ইউনিয়ন শাখা বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত রাউজানে হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কোলাবাজারে সনাতনী উন্নয়ন সংঘ এর উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ধামরাই বড় বাজার দুর্গা মন্দিরে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কেককাটা অনুষ্ঠান ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

ধামরাই বড় বাজার দুর্গা মন্দিরে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কেককাটা অনুষ্ঠান ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

Spread the love

 

রনজিত কুমার পাল (বাবু)
ঢাকা জেলা প্রতিনিধি –

যুগাবতার বিশ্ব ব্রক্ষ্মান্ডের মহান প্রতিপালক পরমেশ্বর ভগবান কৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধামরাই ঐতিহাসিক শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির বর্ণাঢ্য
আয়োজনে শতশত ভক্তবৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৩ ঢাকঢোল, সানাই ও কাসর বাজিয়ে এবং শ্রী কৃষ্ণের লীলা প্রদর্শন করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ কেককাটা অনুষ্ঠান ও ভাগবত পাঠ নানা কর্মসূচির মধ্য দিয়ে দুই দিনব্যাপী ব্যাপী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়।

বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকেল চারটায় দিকে ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ঐতিহাসিক রথখোলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের ধামরাই বাজার – গোপনগর – যাত্রাবাড়ী – ঢুলিভিটা – হয়ে দক্ষিণপাড়া – ধামরাই থানা এলাকা – উত্তরপাতা – বড় বাজার – মোকামটোলা মহল্লার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধামরাই বাজার হয়ে কায়েতপাড়াস্হ যশোমাধব মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ঢাকঢোল, সানাই ও কাসর বাজিয়ে এবং শ্রী কৃষ্ণের লীলা প্রদর্শন করে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন ধামরাই পৌর এলাকার প্রায় ত্রিশটি
মন্দির কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণির সনাতন ধর্মাবলম্বীবৃন্দ এ বর্ণাঢ্য শোভাযাত্রায় ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির বর্ণাঢ্য আয়োজনে ঢাকঢোল, সানাই ও কাসর বাজিয়ে এবং শ্রী কৃষ্ণের লীলা প্রদর্শন করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ কেককাটা অনুষ্ঠান ও ভাগবত পাঠ নানা কর্মসূচির মধ্য দিয়ে দুই দিনব্যাপী ব্যাপী ধর্মীয় উৎসব
সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির আয়োজনে দূর্গা- নাট মন্দিরে ধামরাইয়ে এই প্রথম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জম্মদিন বিরাট কেককেটে উদযাপন করা হয়।
উক্ত কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিত্বয় শ্রী সুনীল পাল, শ্রী বিশ্বনাথ পাল,শ্রী নীল রতন পাল, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল, কোষাধ্যক্ষ দুলাল পাল,
সহ- সাংগঠনিক সম্পাদকত্বয় সঞ্জীব চৌধুরী মন্ঠু, স্বরাজ পাল বাবু, দেবাশীষ গোস্বামী, প্রচার সম্পাদক প্রাণ গোপাল পাল পানু,যুগ্ন সাধারণ সম্পাদক লিটন পাল(টাবু), কমিটির সদস্য জয়দেব পাল সহ শতশত ভক্তবৃন্দ।

এরপর ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়।ভাগবত পাঠ করেন প্রতিভাবান ভাগবত পাঠক দীপান্বিতা গোস্বামী। ভাগবত পাঠ শেষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।



আমাদের ফেসবুক পেইজ