অন্তর পাল আকাশ, নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গায় পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজ এর প্রতিষ্ঠিত মাসিক উপাসনা ও ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় দিনব্যাপী শ্রীশ্রী গীতা হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
১২ই জানুয়ারি, শুক্রবার সকালে গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী দূর্গামন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে ব্রহ্মস্ততি বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর মাতৃদেবীর ঘট স্থাপন, দীক্ষাদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রী গীতা হোম যজ্ঞের শুভারম্ভ হয়। গীতাযজ্ঞ পরিচালনায় ছিলেন তপোবন আশ্রমের বিভিন্ন শাখার সাধু-সন্ন্যাসীবৃন্দ। দুপুরে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে শ্রীশ্রী গীতা হোম যজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে সমাপ্তি হয় অনুষ্ঠানের।
এরআগে, ১১ই জানুয়ারি উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধর্মীয় সংগীতাঞ্জলী, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন সহ নানা ধর্মীয় কর্মসূচী পালিত হয়। ধর্মীয় সংগীতাঞ্জলী পরিবেশনায় ছিলেন গোসাইলডাঙ্গা সঙ্গীত নিকেতন ও তপোবন আশ্রমের বিভিন্ন শাখার শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতারঘাট রাম-সীতা মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ, গোসাইলডাঙ্গা সার্বজনীন তপোবন শ্রী গুরু মন্দির কমিটির সভাপতি শ্রী কাজল কান্তুি দত্ত, সাধারণ সম্পাদিকা শ্রীমতি বিজলী রায় সহ আরো অনেকে
দুদিন ব্যাপী আয়োজিত উক্ত গীতাযজ্ঞ মুখরিত ছিলো আগত সাধু সন্ত ও হাজারো ভক্তানুরাগীদের পদচারনায়।