শিক্ষা, সেবা, মানবতা এই স্লোগানকে বুকে ধারণ করে দীর্ঘ ৩ বছর মানব সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে নিস্তব্ধ পথশিশু পরিবারের একঝাঁক স্বপ্নবাজ মেধাবী তরুন-তরুণী। তাদের উদ্যোগে তিন বছর ধরে গরিব অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ,শীত্র-বস্ত্র বিতরন,গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরন বিতরন সহ নানা সেবা মূলক কর্মকান্ডের সাথে নিজেদের নিয়োজিত রেখেছেন।
তারই ধারাবাহিকতায় ১লা জানুয়ারি, বিকাল ৩ টায় নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে নিস্তব্ধ পথশিশু পরিবারের ৪র্থ বর্ষ প্রদার্পন উপলক্ষে ৫০০ জন অসহায়,সুবিধাবঞ্চিত এবং নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।।
সুদীপ্ত আকাশ রাজন ও চৈতী সেনের যৌথ সঞ্চালনায় নিস্তব্ধ পথশিশু পরিবারের সদস্য লিংকন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২১ নং জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কথক দাশ, বিশেষ অতিথি হিসেবে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল,
বাগীশিক সাবেক সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণি, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বিশিষ্ঠ ব্যাবসায়ী বিধান কৃষ্ণ চক্রবর্তী, কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্ত ও আঞ্জুমান আরা, শিমুল দাশ, সাংবাদিক মিশু পাল,প্রকৌশলী রুপন নাগ,জুয়েল আইচ, শাহাদাত হোসেন মানিক, সংগঠনের ইমন চৌধুরী, মিশু শীল,রনি দাশ,সৌরভ দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন নিস্তব্ধ পথশিশু পরিবারের অন্যতম সদস্য দীপ্ত দে, প্রতিক ঘোষ, নয়ন শীল,পুনম চক্রবর্তী,মুক্তা পাল, শ্রুতি দে, রকি মুহুরী, জয় চক্রবর্ত্তী, সচিন রুদ্র,প্রিয়া ধর,মিথিলা দেবী,ইমন চৌধুরী,শ্রাবণ পাল প্রমুখ।