নেত্রকোনা ইসকনের উপর জঙ্গিদের হামলা। নেত্রকোনা সদর মুক্তারপাড়া গৌরগোপাল মন্দির এর সমস্তা জায়গা ইসকনের নামে লিখে দিয়েছে মন্দিরের কমিটি। যেই মন্দিরের সম্পত্তি পরিমাণ ৯৪ শতাংশ। যার সম্পূর্ণ সম্পত্তিই সবাই অাসতে অাসতে দখল করে নিয়েছে। অবশেষে মন্দির কমিটি তাদেরকে সরাতে না পেরে বাধ্য হয়ে ইসকনকে লিখে দিয়েছে এবং ইসকন সেই অনুযায়ী অাইনের মাধ্যে মামলা করেছে এবং মামলা চলছে। এমত অবস্থায় একজন দখদার বুঝতে পেরেছে এই জমি অাবার মন্দিরের নামে হয়ে যাবে।
তাই সে চালাকি করে অন্য একজনের কাছে তার ঐজায়গা চুপি চুপি বিক্রয় করে দিয়েছে এবং নতুন মালিক সেই জায়গায় কাজ শুরু করেছে। তাই প্রভুরা গিয়ে বলেছে এই জমি মন্দিরের অাপনি কাজ করতে পারেন না এটা নিয়ে মামলা চলছে। অার মন্দিরের জমিতে তারা গৌর নিতাই বিগ্রহ স্থাপন করে এবং স্থাপন করার ১৮ ঘন্টার মধ্যে কিছু গঙ্গিবাদ এসে ইসকনের প্রভুদের উপর হামলা চালায় এবং ৪/৫ জন বতর্মানে হাসপাতালে ভর্তি অাছে। এখন অাপনারই বলুন ভগবানের মন্দিরে ভগবানের বিগ্রহ স্থাপন করা কি অপরাধ?? ৯৪ শতাংশ জমি যে সবাই দখল করেছে তা কি ঠিক। ঘটনার তারিখ : ১৭-০১-২০২০