খুশি রায়, নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চগড়ের বোদা উপজেলার শ্রীশ্রী গোবিন্দজীউ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সহযোগিতায় এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে মাতা-পিতা পূজা ও একযোগে সনাতনী ভক্ত-পূজারীর পাঁচ হাজার সমবেত কণ্ঠে সনাতনধর্মের পবিত্র সপ্তশতী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকালে বাংলাদেশ গীতা পাঠ সংগঠনের সভাপতি ধর্মগুরু প্রফুল্ল চন্দ্র রায় ও বদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নীতীশ কুমার বক্সী মুকুল গীতাপাঠ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সনাতনধর্মাবলম্বী পাঁচ হাজার নারী-পুরুষ ও ধর্মগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এক সাথে পবিত্র গীতা পাঠ করেন। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিচালনা কমিটির আহ্বায়ক ও বোদা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ উপলক্ষ্যে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ গীতা পাঠে অংশ নিতে সকালে জেলার ও জেলার বিভিন্ন এলাকাথেকে সনাতন ধর্মের পাঁচ হাজার নারী-পুরুষ শ্রীশ্রী গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে সমবেত হন। গীতা পাঠ শেষে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও দিন ব্যাপী পূজা অর্চনা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
সনাতন নিউজ/এ.পি.এ