সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে পার্থসারথী বৈদিক বিদ্যাপীঠের উদ্বোধন, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা বাগীশিক বোয়ালখালী পৌরসভা সংসদ এর শ্রীমদ্ভগবদ্ গীতা বার্ষিক মূল্যায়ন চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ নাচে গানে বরণ করে নিল বাংলা নববর্ষকে সমাজ গঠনে বইয়ের শক্তি উদযাপিত হলো আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী সীতাকুণ্ডে জ্যোগীশিস এর নতুন স্কুল উদ্বোধন রাম নবমীতে আর্য কল্যাণ ফাউন্ডেশন আত্মপ্রকাশ রাঙ্গামাটিতে চলছে শ্রী রাম নবমীর ৩ দিনব্যাপী উদযাপন বোয়ালখালীর কদুরখীল কমল মহাজন বাড়ির নতুন মন্দিরের ২ দিনব্যাপী অভিষেক আয়োজন, পুষ্পযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটির আসামবস্তি শীতলা মন্দিরে মায়ের পূজা ও উৎসব আগামীকাল ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার

পঞ্চগড়ে একযোগে পাঁচ হাজার কণ্ঠে গীতাপাঠ ও পিতা-মাতার পূজা অনুষ্ঠিত

Spread the love

 

খুশি রায়, নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চগড়ের বোদা উপজেলার শ্রীশ্রী গোবিন্দজীউ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সহযোগিতায় এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে মাতা-পিতা পূজা ও একযোগে সনাতনী ভক্ত-পূজারীর পাঁচ হাজার সমবেত কণ্ঠে সনাতনধর্মের পবিত্র সপ্তশতী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকালে বাংলাদেশ গীতা পাঠ সংগঠনের সভাপতি ধর্মগুরু প্রফুল্ল চন্দ্র রায় ও বদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নীতীশ কুমার বক্সী মুকুল গীতাপাঠ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সনাতনধর্মাবলম্বী পাঁচ হাজার নারী-পুরুষ ও ধর্মগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এক সাথে পবিত্র গীতা পাঠ করেন। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিচালনা কমিটির আহ্বায়ক ও বোদা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ উপলক্ষ্যে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।

 

সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ গীতা পাঠে অংশ নিতে সকালে জেলার ও জেলার বিভিন্ন এলাকাথেকে সনাতন ধর্মের পাঁচ হাজার নারী-পুরুষ শ্রীশ্রী গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে সমবেত হন। গীতা পাঠ শেষে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও দিন ব্যাপী পূজা অর্চনা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।

সনাতন নিউজ/এ.পি.এ



আমাদের ফেসবুক পেইজ