সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র  পুলিশ কমিশনার’র  সাথে  সাক্ষাৎ করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ’র প্রতিনিধি দল সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ! সাহিত্যের আলোকে ১৫তম বার্ষিক অনুষ্ঠান পুরান ঢাকায় হরিজনদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ রাজধানী মতিঝিলে ২০০ কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং ঐ জায়গায় তৈরি করা হবে মন্দির ভিন্নধর্মে বিয়ে,বোন সোনাক্ষীকে পরিবার থেকে ছেঁটে ফেললেন ভাই লব! রথ শোভাযাত্রা’র উদ্বোধনী আলোচনা সভা-২০২৪ সনাতন ৯২ বন্ধু পরিবার “ঢাকা বিভাগীয় কমিটি ঘোষনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের বিভিন্ন স্থানে রথযাত্রা উদযাপিত কৃষ্ণকলি ইমু গ্রুপ কতৃক বাৎসরিক “গীতাপাঠ, ভজনগীত ও বেদ মন্ত্র পাঠ প্রতিযোগিতা ২০২৪” শুভ উদ্বোধন

পশ্চিম জিরি ধর্মসম্মেলনে পলাশ রণী “গীতাচর্চা মানুষের মাঝে মনুষ্যত্বের উন্মেষ ঘটায়”

Spread the love

 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধর্মশিক্ষা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ধর্মনুরাগী মানুষ কখনও অপরাধ, অন্যায়, অনাচারের সাথে যুক্ত থাকতে পারে না। গীতা শিক্ষার্থীরা কখনও মাদকসক্ত হয় না। গীতাচর্চায় মানুষের মাঝে মনুষ্যত্বের উন্মেষ ঘটায়।

গত ২০ জানুয়ারি প্রথম দিবস পটিয়া উপজেলার পশ্চিম জিরি উৎসব প্রাঙ্গনে সনাতনী গীতা গুরু সংঘ ও গীতাবিদ্যাপীঠের ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসম্মেলনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
উৎসব উদযাপন পরিষদ সভাপতি রিটন কুমার শীলের সভাপতিত্বে ও সংগঠক ধীমান নাথের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন শংকর মঠ ও মিশনের সন্যাসী শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী ও প্রধান বক্তা ছিলেন আবৃত্তিকার ও লেখক স্বপন কুমার বিশ্বাস। এতে বিশেষ অতিথি ছিলেন আমরা সবাই সনাতনী সংগঠন সভাপতি দুলাল শীল, সাধারণ সম্পাদক অধীর শীল, উপদেষ্টা তিলক শীল, সনাতন অনলাইন টিভি পরিচালক জুয়েল আইচ অর্ক, হিন্দু মহাজোট কর্মকর্তা রনজিত শর্মা, বাগীশিক বায়োজিদ থানা কর্মকর্তা সুকুমার দেবনাথ ও রাজনীতিক জয়নাল আবেদিন ফরহাদ। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ। এতে স্থানীয় কণ্ঠশিল্পী ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। সভাশেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দ্বিতীয়দিন গীতাযজ্ঞের মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ চন্দনানন্দ ব্রহ্মচারী। গীতাযজ্ঞে পৌরহিত্য করেন শংকর মঠ ও মিশন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজএবং সাধু -সন্ত ও সন্ন্যাসীদের দিয়ে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।



আমাদের ফেসবুক পেইজ