বিজয় সরকার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-
আজ শুক্রবার ৯ ফেব্রুয়ারী ২০২৪ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানের প্রসিদ্ধ মা দক্ষিনা কালীর মন্দিরে গিয়ে দেখা যায় ভক্তদের দীর্ঘ লাইন। মন্দিরে প্রতি অমাবস্যা তিথীতে সহ প্রতিদিন পুজা করা হয় তবে অমাবস্যার তিথীতে এখানে বেশি ভক্তের সমাগম হয়।মন্দিরের কৃতপক্ষের সাথে কথা বলে জানা যায় এখানে দূর দুরান্ত থেকে মায়ের কৃপা লাভের জন্য ভক্তরা ছুটে আসেন। এখানে ভক্তরা মায়ের কৃপা লাভ করে দেবাদিদেব মহাদেবের কৃপাও লাভ করে থাকেন। সেখানে গিয়ে জানা যায় আজকের আমাবস্যা পুজোটির দায়িত্ব নিয়েছে আমরা ক’জন নামে কিছু ভক্তরা,এরকম প্রত্যেক বার ভক্তদের উদ্যোগে মায়ের পুজা হয়ে থাকে।
প্রশান্ত কৈরি নামে একজন ভক্ত সনাতন টিভি কে বলেন,
মন্দিরটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠা থেকে আজ অব্দি নিত্যপ্রতিদিন মায়ের পুজা হয়ে আসছে,ভক্তরা মায়ের কাছে মনের আশা পূরণের জন্য মন্দিরের পাশে বটগাছে সুতা বেধে দিয়ে যান এবং মনের আশা পূর্ণ হলে এখানে আবার পুজা দিয়ে যান। শুধু অমাবস্যা নয় এখানে শিব চর্তুদশীতে ও বিশাল আড়ম্বরপূর্ণ ভাবে দেবাদিদেব মহাদেবের পুজা করা হয়।